আইপিএলের মঞ্চে শুভমন গিলের স্বপ্নের দৌড় অব্যহত, অরেঞ্জ ক্যাপের মালিক গিল

মে 26, 2023

Spread the love

This content has been archived. It may no longer be relevant

আইপিএলের মঞ্চে শুভমন গিলের স্বপ্নের দৌড় অব্যহত, অরেঞ্জ ক্যাপের মালিক গিল

Shubman Gill. (Photo Source: Jio Cinema)

আইপিএলের মঞ্চে স্বপ্নের দৌড় অব্যহত শুভমন গিলের। প্রথম কোয়ালিফায়ারে পারেননি তিনি। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে কোনও ভুল করেননি শুভমন গিল। আহমেদাবাদের মনরেন্দ্র মোদী স্টেডিয়ামে  ফের অএকবার জ্বলে ুঠলেন শুভমন গিল। আর তাতেই আপ্লুত সকলে। চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপের মালিক যেমন তিনি েহয়ে গেলেন। তেমনই এবারের আইপিএলে  তিনটি সেঞ্চুরী করে নয়া রেকর্ডও গড়লেন সুভমন গিল। চলতি আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরীর মালিক এখন শুভমন গিল। এমন পারফরম্যান্স নিয়ে উচ্চ্বসিত শুভমন গিল নিজেও।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরী করেছিলেন এবার শুভমন গিল। মাজে একটা ম্যাচের বিরতি।  ফের একবার শুভমন গিলের ব্যাচটে সেঞ্চুরীর ঝলক। আর তাতেই শুভমন গিলের মাথায় পাকাপাকিভাবে উঠে গেল অরে়ঞ্জ ক্যাপ। তিনি যখন ব্য়াটিং করতে নামেন সেি সময় ৭৩০ রান করে সর্বোচ্চ রানের মালিক ছিলেন ফাফ ডুপ্লেসি। এদিন যেল হেলায় সেই রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল। ফাফ ডুপ্লেসির রেকর্ড ভাঙার সঙ্গে এবারের আইপিেলে ৮০০ রানের নতুন মাইলস্টোনও গড়লেন তিনি। এই ফর্মের ধারাই এখন ধরে রাখতে চান শুভমন গিল।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬০ বলে ১২৯ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল

এদিন প্রথমে ব্যাটি্ংয়ের সুযোগ পেয়েছিল গুজরাত টাইটা্ন্স। শুরুর দিকে খানিকটা সাবধানীই ছিলেন সুভমন গিল। সময় এগনোর সঙ্গেই শুভমন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। গত ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের নায়ক আকাশ মধওয়ালের বিরুদ্ধে শুভমন গিল ছিলেন ভয়ঙ্কর মেজাজে। কার্যত একাই শেষ করে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইনআপ। আর তাতেই নাস্তানাবুদ হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ক্য়ামেরম গ্রীণ, আকাশ মধওয়াল এবং ক্রিস জর্ডনরা কেউই এদিন আটকাতে পারেনি শুভমন গিলকে। আর ততেই গুজরাত টাইটান্সের বিরাট রানের রাস্তাটাও প্রসস্ত হয়ে গিয়েছিল।

এদিনশ শুরুতে ৩২ বলে অর্ধশতরান করেচিলেন শুভমন গিল। তখনও টের পাওা যায়নি যে শুভমন গিল কতটা ভয়ঙ্কর রূপ এদিন দারম করতে চলেছেন। সেই সময় থেকেই মাঠে শুরু হয়েছিল শুভমন গিলের রানের ঝড়। সেকানেই মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা কার্যত খরকুটোর মতো উড়ে গিয়েছিল সকলে। সেখানেই শেষ ২৮ বলে সুভমন গিল করেছিলেন ৭৯ রান। আর তাতেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১২৯ রানের ইনিংস কেললেন শুভমন গিল।

এদিন তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল শুধুই চার ও ছয়। ১২৯ রানের ইনিংসে শুভমন গিল মেরেছেন ১০টি ওভার বাউন্ডারি। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে ৭টি বাউন্ডারি। হিসাব বলছে বাউন্ডারি হাঁকিয়েই এদিন সেঞ্চুরী রান তুলে নিয়েছিলেন শুভমন দিল। আইপিএলের মঞ্চে শুবমন গিলের সোনালী দৌড় চলছেই।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador