আইপিএলের শেষ দুই ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে ফাফ ডুপ্লেসিকে

মে 26, 2023

No tags for this post.
Spread the love

This content has been archived. It may no longer be relevant

আইপিএলের শেষ দুই ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে ফাফ ডুপ্লেসিকে

Faf du Plessis. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে কোনও কিছুই বোধহয় অসম্ভব নয়। কয়েকদিন আগেই আইপিেলের ম়্চে নেতৃত্বের দায়িত্বে দেখা গিয়েছিল ফআফ ডুপ্লেসিকে। আইপিেলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবারের মতো যাত্রা শেষ হয়ে গিয়েছে। কিন্তু ফাফ ডুপ্লেসির যাত্রা এখনই শেষ হচ্ছে না আইপিএলের মঞ্চ থেকে। াইপিএলের ক্রিকেটার হিসাবে তাঁর যাত্রা শে, হলেও েবার েক নতুন রূপে দেখে্ যেতে চলেছে দক্ষিণ  আফ্রিকার এই তারকা ক্রিকেটারকে। কোয়ালিফায়াপ টু এবং ফাইনালের মঞ্চে ধারাভাষ্য়কার হিসাবে দেকা যাবে ফাফ ডুপ্লেসিকে।

েই থবর নিজেু সকেলকে জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি। রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবার দুরন্ত পারপর্ময়াম্স দেখিয়্ছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর হাত ধরে গতবার প্লে্পে নিজেদের জায়গা পাকা করে পেলেছেন রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরু। কিন্তু েবার লড়াি করলেও শেষরক্ষা করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিএও প্রতিটি ম্যাচেই বেঙ্গালুরুর হয়েই বড় পারফরম্যান্স করতে দেখা গিয়েছিল ফাফ ডুপ্লেসিকে। মাঝে কয়েকদিনের বিরতি। ফের একবার আইপিএলের ম়্চে ফিরতে চলেছেন ফাফ ডুপ্লেসি্।

এবারের আইপিএলে ১৪ ম্যাচে ৭৩০ রান রয়েছে ফাফ ডুপ্লেসির

শুক্রবার দ্বিতীয় প্লেইঅফের ম্যাচে গুজরাত টাইটাম্স নামতে চলেচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই ম্য়াচেি াইপিেলের ধারাভাষ্যকার হিসাবে অবিষেক হতে চলেচে ফাপ ডুপ্লেসিকে। তবে সশরীরে নন। ফাফ ডুপ্লেসি হলোগ্রামের মাধ্যমেই এই দুই ম্য়াচে ধারাভাষ্য়কার হিসাবে যোগ দেবেন, আইপিেলের সুরুতে এমনবাবে স্টিব স্মিতকেও দেকা গিয়েছিল আইপিএলের ধারাভাষ্য দিতে। এওমন কবর ছ়িয়ে পড়ার সঙ্গে যে ফাফ ডুপ্লেসিকে নতুন বূমিকায় দেকার উন্মাদনা সকলের মধ্যই বাড়তে সুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলে্ন ফাফ ডুপ্লেসি। রয়্যাল চ্য়ালে়্জার্স বেহ্গালুরুর হয়ে প্রতি ম্য়াচেই বড় রান পেতে দেখা গিয়েছিল েই তারকা  ক্রিকেটারকে। আইপিএলের অরেঞ্জ ক্যাপও ুঠেচিল তাঁর মাথায়। যদিো লিগ পর্বেই রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরুর যাত্রা শেষ হয়েছে এবার। ইতিমধ্যে দেসেও ফিরে গিয়েছেন ফাফ ডুপ্লেসি। তার মনিাঝেই নতুন ভূমিকাতে এবার দেখা যেতে চলেছে েই তারকা প্রোটিয়া ক্রিকেটারকে।

এমন চিত্র অবশ্য আইপিএলের মঞ্চে খুব একটা এর আগে যায়নি। সেই ছবি দেখার জন্যই উতসুক হয়ে রয়েছেন সকলে। ইতিমধ্যেি ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স ম্য়াচে নির্ধারিত হয়ে যাবে দ্বিতীয় ফাইনালিস্ট। সেখানেই কমেন্ট্রি বক্সে চমক দেখাতে উপস্থিত পাফ ডুপ্লেসি।

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador