আইপিএলে ঋষভ পন্থকে উইকেটকিপার ব্যাটার হিসাবে খেলার ছাড়পত্র বিসিসিআইয়ের

মার্চ 12, 2024

Spread the love

আইপিএলে ঋষভ পন্থকে উইকেটকিপার ব্যাটার হিসাবে খেলার ছাড়পত্র বিসিসিআইয়ের

Rishabh Pant. ( Image Source: DC/Twitter )

এবারের আইপিএল দিয়েই বাইশগজে প্রত্যাবর্তন করতে চলেছেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের তরফে সেই ইঙ্গিত বেশ কয়েকদিন আগে থেকেই দেওয়া হয়েছিল। অবশেষে সরকারীভাবে সিলমোহর দিল বিসিসিআই। আইপিএলে নামার ছাড়পত্র পেলেন ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবারই বিসিসিআইয়ের তরফে ঋষভ পন্থের ফিটনেস ছাড়পত্র দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি যে উইকেটকিপার ব্যাটার হিসাবেই আইপিএলের মঞ্চে নামতে চলেছেন সেই কথাও জানিয়ে দেওয়া হয়েছে। এখন সুধুই ঋষভ পন্থের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সকলে।

২০২২ সালে এক গুরুতর গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। সেই ঘটনার পর থেকেই ক্রিকেটের বাইশগজে আর দেখা যায়নি ঋষভ পন্থকে। দেশের জার্সিতে যেমন খেলতে নামতে পারেননি তিনি। তেমনই ঘরের মাঠে আইপিএলের মঞ্চেও খেলতে পারেননি তিনি। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি ঋষভ পন্থ।  সবকিছু ঠিকঠাক চললে এবারের আইপিএলের মঞ্চ দিয়েই প্রত্যাবর্তন করতে চলেছেন এই তারকা ক্রিকেটার।

২০২৩ সালের শুরু থেকেই মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ

গতবার ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। গতবার একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি দিল্লি ক্যাপিটালস। সেবার মাঠে খেলা দেখতে আসলেও নামতে পারেননি ঋষভ পন্থ। এবার সেই ঋষভ পন্থের নেতৃত্বেই নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস। শোনাযাচ্ছে আইপিএলের জন্য জোরকদমে প্রস্তুতি সারছেন ঋষভ পন্থ। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও নাকি করছেন তিনি। এখন শুধুই দিল্লি ক্যাপিটালসের জার্সি পরে তাঁর মাঠে নামার অপেক্ষা। বিসসিআইয়ের দেওয়া এই আপডেটে যে দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে তা বলার অপেক্ষা রাখে না।

🚨 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲 𝗼𝗻 𝗥𝗶𝘀𝗵𝗮𝗯𝗵 𝗣𝗮𝗻𝘁:

After undergoing an extensive 14-month rehab and recovery process, following a life-threatening road mishap on December 30th, 2022, @RishabhPant17 has now been declared fit as a wicket-keeper batter for the upcoming #TATA @IPL 2024…

— BCCI (@BCCI) March 12, 2024

এই প্রসঙ্গে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে,, “২০২২ সালের ডিসেম্বর মাসে এক ভয়াবহ দূর্ঘটনার পর প্রায় ১৪ মাস ধরে রিহ্যাব চালানোর পর ঋষভ পন্থকে উইকেটকিপার ব্যাটার হিসাবে আইপিএলে খেলার ছাড়পত্র দেওয়া হচ্ছে”।

এই ঘোষণাটার অপেক্ষাতেই ছিল সকলে। যদিও বেস কয়েকদিন আগে থেকেই ঋষভ পন্থ প্রস্তুতিটা শুরু করে দিয়েছিলেন। রিকি পন্টিংয়ের মুখ থেকেই সেই কথা শোনা গিয়েছিল। তিনি যে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়ের প্রস্তুতিও সারছেন, সেই কথাও জানিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস শিবিরের কোচ। বিরাট কোনও বড় অঘটন না ঘটলে এবার ঋষভ পন্থের নেতৃত্বেই ফের একবার মাঠে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস। তাঁর হাত ধরে ফের একবার দিল্লি ক্যাপিটালস সাফল্যের রাস্তায় ফেরে কিনা সেটাই দেখার।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador