আইপিএল শুরু হওয়ার আগেই রুতুরাজ গায়কোয়াড়ের হাতে দায়িত্ব তুলে দিলেন এমএস ধোনি

মার্চ 21, 2024

Spread the love

আইপিএল শুরু হওয়ার আগেই রুতুরাজ গায়কোয়াড়ের হাতে দায়িত্ব তুলে দিলেন এমএস ধোনি

MS Dhoni and Ruturaj Gaikwad. (Photo Source: Twitter)

আইপিএল শুরু হওয়ার আগেই সকলকে চমকে দিলেন এমএস ধোনি। চলতি আইপিএলে আর অধিনায়কের দায়িত্বে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। আগামী ২২ মার্চ শুরু হতে চলেছে এবারের াইপিএল। সেখানেই উদ্বোঘনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তবে ধোনির নেতৃত্বে নয় এবং চেন্নাই নামবে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে। আর সেই ঘটনাতেই কার্যত হতবাক গোটা ক্রিকেট বিশ্ব। আইপিএল শুরু হওয়ার এক দিন আগেই তরুণ ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়ের ওপর নেতৃত্বের ভার তুলে দিলেন বিশ্ব ক্রিকেটের ক্যাপ্টেন কুল।

২০২৩ সালে এমএস ধোনির নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। গতবার দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল গোটা চেন্নাই সুপার কিংস শিবির। এমএস ধোনিকেও দেখা গিয়েছিল তাঁর ফিনিশারের ভূমিকায়।  সেবার চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ধোনির অবসর নেওয়ার একটা জল্পনা শুরু হয়েছিল। যদিও শেষপর্যন্ত এমএস ধোনি সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। এবারও আইপিএলের মঞ্চে দেখা যেতে চলেছে মহেন্দ্র সিং ধোনিকে। তবে অন্য ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। অধিনায়ক হিসাবে এবার আর মাঠে নামবেন না তিনি।

২০২৩ সালে ৫৯০ রান করেছিলেন রুতুরাজ গায়কোয়াড়

২০২২ সালেও আইপিএস শুরু হওয়ার আগে সকলকে চমকে দিয়েছিলেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। হঠাত্ই চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই জায়গাতেই রবীন্দ্র জাদেজার ওপর দায়িত্ব তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু ২০২২ সালের আইরপিএলের চূড়ান্ত ব্যর্থ হয়েছিল চেন্নাই সুপার কিংস। শেষমুহূর্তে রবীন্দ্র জাদেজার থেকে আবারও সেই দায়িত্ব ফিরে গিয়েছিল এমএস ধোনির কাঁধেই। এবারও আইপিএল শুরু হওয়ার আগে ধোনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক এখন রুতুরাজ গায়কোয়াড়।

২০১৯ সাল থেকে চেন্নাই সুুপার কিংস শিবিরের সঙ্গে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সিপার কিংসের জার্সিতে বরাবরই নিজের ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে এসেছেন এই তরুণ ক্রিকেটার। ২০২৩ সালেও ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছিলেন তিনি। সেখানে ১৬ ম্যাচ খেলে ৫৯০ রান করেছিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। গত মরসুম থেকেই তাঁর নেতৃত্বের দক্ষতা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল।

শেষপর্যন্ত সেটাই হয়েছে। এবারের আইপিএলে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বেই মাঠে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador