আইপিএল ২০২৪-এর সর্বোচ্চ দাম পাওয়া ৫ ক্রিকেটার

ডিসে. 20, 2023

Spread the love
IPL Trophy. (Photo Source: IPL/BCCI)

গত মঙ্গলবার ছিল আইপিএলের মিনি নিলাম। সেখানেই একের পর এক নানান চমক দেখা গিয়েছে। এক মঞ্চেই গড়েছে দুই রেকর্ড। প্যাট কামিন্সকে সর্বোচ্চ দামে কেনার কয়েক মুহূর্তের মধ্যেই বদলে গিয়েছে সেই চিত্রটা। তারপরই মিচেল স্টার্ককে তুলে নিয়ে আইপিএলের মঞ্চে তাঁর গায়ে সর্বোচ্চ দামী ক্রিকেটারের তকমা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই ঘটনা নিয়েই এই মুহূর্তে বিশ্ব ক্রিকেট মহলে নানান হৈচৈ। শুধুমাত্র মিচের স্টার্ক কিংবা প্যাট কামিন্সরা নন। এবারের আইপিএলে আরও কয়েকজন তারকা ক্রিকেটার বিরাট দামে বিক্রি হয়েছেন। সেদিকেই দেখা যাক।

মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি টাকা

Mitchell Starc and Steve Smith. (Photo Source: Twitter)

আসন্ন আইপিএলের আগে সকলকে চমকে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে মিচেল স্টার্ককে দলে তুলে নিয়েছে দুবারের আইপিএল চ্যাম্পিয়নরা। আইপিএলের মিনি নিলামে ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে নিয়েছে কলকাতার নাইট বাহিনী। আট বছর পর আইপিএলের মঞ্চে তাঁর প্রত্যাবর্তনটা যে এমন রাজকীয়ভাবে হবে তা নিজেও ভাবতে পারেননি মিচেল স্টার্ক। নিজের দাম দেখে তিনি নিজেও খানিকটা হতবাক হয়ে গিয়েছিলেন। সেইসঙ্গে উচ্ছ্বসিতও। ইডেন গার্ডেন্সে নামার জন্য মুখিয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটার।

এদিনের নিলামে স্টার্ককে নেওয়ার লড়ইয়ে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল গুজরাত টাইটান্স। শেষপর্যন্ত ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা তাঁর দাম ওঠার পরই লড়াই ছেড়ে দিতে বাধ্য হয় গুজরাত টাইটান্স। সেইসঙ্গেই চওড়া হাসি ফোটে গৌতম গম্ভীর, ভেঙ্কি মাইসোরদের মুখে। ২০১৫ সালে শেষবার আইপিএলের মঞ্চে খেলেছিলেন তিনি।  দীর্ঘ ৮ বছর পর ফের আইপিএলের মঞ্চে এসেছেন এই তারকা ক্রিকেটার। সেখানেই সকলকে চমকে দিয়েছেন। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ২৭টি ম্যাচ খেলেছেন মিচেল স্টার্ক।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador