আগামী মরসুমের আইপিএল শুরু হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। তার আগেই চেন্নাই সুপার কিংস শিবিরে বড়সড় ধাক্কা। আগামী মরসুমের আইপিএল থেকে নাম তুলে নিলেন বেন স্টোকস। কয়েকদিন আগেই ইংল্যান্ডের হয়ে এবারের ওডিআই বিশ্বকপের মঞ্চে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু লিগ পর্ব টপকাতে পারেনি ব্রিটিশ বাহিনী। তবে আগামী আইপিএলে তিনি খেলতে পারবেন না। ওয়ার্কলোড ম্যনেজমেন্ট এবং ফিটনেসের কথা জানিয়েই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের মঞ্চে না নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এবারের বিশ্বকাপের মঞচে ইংল্যান্ড অন্যতম দাবীদার হলেও, শেষরক্ষা করতে পারেনি। বরং একের পর এক ম্যাচ হেরে একসময় পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি তারা খেলতে পারবে কিনা তা নিয়েই দেখা দিয়েছিল সন্দেহ। শেষের দিকে অবশ্য সেই বেন স্টোকসের হাত ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার রাস্তা পাকা করেছিল ব্রিটিশ বাহিনী। দেশে ফিরে যাওয়ার পরই এবারের আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন তিনি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাই শোনা গিয়োছে বেন স্টোকসের মুখে।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নাম তুলে নিয়েছেন বেন স্টোকস
অবসর ভেঙে এই বিশ্বকাপের আগেই ফের ইংল্যান্ডের ওডিআই দলে ফিরেছিলেন বেন স্টোকস। নিউ জল্যান্ডের বিরুদ্ধে তাঁর প্রত্যবর্তনের ম্যাচেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তিনি যে ইংল্য।ান্ডের আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। তবে বিশ্বকাপে শুরুর দিকে ম্যাচ খেলতে পারেননি এই তারকা ক্রিকেটার। দেশে ফেরার পর এবার নিজের ফিটনেসের দজিকেই বাড়তি নজর দিতে চাইছেন বেন স্টোকস। বিশ্বকাপের পরই তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করানোর কথা বলেছিলেন স্টোকস।
এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু না জানালেও, বেন স্টোকস এবারই হয়ত সেই অস্ত্রোপচার করাতে চলেছেন। হাঁটুতে অস্ত্রোপচার হলে যে দ্রুত তাঁর সেরে ওঠা সম্ভব হবে না তা বলার অপেক্ষা রাখে না। সেই সমস্ত দিক বিচার করেই এবারের আইপিএলের মঞ্চ থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস।
আইপিএল ২০২৩-এ চেন্নাই সুপার কিংস শিবিরে ছিলেন বেন স্টোকস। ১৬.২৫ কোটি টাকায় চেন্নাই সুুপার কিংস শিবিরে গিয়েছিলেন বেন স্টোকস। তবে গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাত্র দুটো ম্যাচই খেলেছিলেনব তিনি। সেইসঙ্গে গোটা প্রতিযোগিতায় বেন স্টোকস বোলিং করতে পেরেছিলেন মাত্র এক ওভার। গতবারের আইপিএলে বেন স্টোকসের রান ছিল ১৫। তাঁকে ছাড়াই সেবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। আসন্ন আইপিএলে তাঁর না থাকাটা যে চেন্নাই শিবিরকে খুব একটা সমস্যায় ফেলবে না তা বলাই বাহুল্য।










