loader image

Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

আপাতত দশ দিনের বিশ্রাম শ্রেয়াসের, আইপিএলে অংশ নেওয়া এখনও অনিশ্চিত

মার্চ 18, 2023

No tags for this post.

আপাতত দশ দিনের বিশ্রাম শ্রেয়াসের, আইপিএলে অংশ নেওয়া এখনও অনিশ্চিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে পিঠে চোট পান শ্রেয়াস

Shreyas Iyer. (Photo Source: IPL/BCCI)

ভারতীয় দলের ব্যাটার শ্রেয়াস আইয়ারকে চিকিৎসা বিশেষজ্ঞরা ১০ দিনের জন্য বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মরসুমে তাঁর অংশগ্রহণ এখনও অনিশ্চিত। আহমেদাবাদে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের ৩য় দিনে পিঠে ব্যথা অনুভব করায় চতুর্থ দিনে ব্যাট করতে আসেননি তিনি এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছিল যে ব্যাটারের স্ক্যান করা হয়েছে।

তার পরে ম্যাচের পঞ্চম দিনে বিসিসিআই ডান-হাতি ব্যাটারের অংশগ্রহণ সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছিল। “শ্রেয়াস আইয়ার এই টেস্টে আর অংশ নেবেন না। বিশেষজ্ঞের মতামত চাওয়া হবে,” বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছিল।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের আন্তর্জাতিক (ওডিআই)-এর আগে ফিল্ডিং কোচ টি দিলীপ নিশ্চিত করেছিলেন যে তিন ম্যাচের সিরিজে শ্রেয়াসকে পাওয়া যাবে না। পিঠের একই চোটের কারণে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেও খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। তাঁকে দ্বিতীয় টেস্টের একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি তিনি।

ক্রিকবাজ-এর একটি প্রতিবেদন অনুসারে, শ্রেয়াস আইয়ার মুম্বাইতে মেরুদণ্ড বিশেষজ্ঞ ডাঃ অভয় নেনের পরামর্শ নিয়েছিলেন এবং তাঁর স্ক্যানের ফলাফল আশাব্যঞ্জক নয়। ডক্টর নেনে শ্রেয়াসকে দশ দিনের বিশ্রাম নিয়ে আবার ফিরে আসতে বলেন।

আইপিএল ২০২৩-এ কেকেআর অভিযান শুরু করবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে

“প্রাথমিক স্ক্যানের ফলাফল ভালো নয় এবং তাই আহমেদাবাদ টেস্টের বাকী অংশ থেকে তাঁকে সরিয়ে নেওয়া হয়েছিল। নিজের শহর মুম্বাইতে ফিরে আসার পরে শ্রেয়াস বম্বে ও লীলাবতী হাসপাতালের মেরুদণ্ডের জটিলতার বিশেষজ্ঞ অভয় নেনের সঙ্গে যোগাযোগ করেন,” প্রতিবেদনে বলা হয়েছে।

“নেনে শ্রেয়াসকে এই ধরনের পরিস্থিতিতে সাধারণত যে পরামর্শ দেওয়া হয় – বিশ্রাম ও পুনর্বাসন – তাই করতে বলেছেন। তাঁকে ১০ দিন পরে ফিরে আসতে বলা হয়েছিল এবং শ্রেয়াস তাঁর তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী ভবিষ্যত সম্পর্কে আগামী কয়েক দিনের মধ্যে জানতে পারবেন,” প্রতিবেদনে যোগ করা হয়েছে।

২০২২ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নেতৃত্ব দেওয়া শ্রেয়াস আইয়ার সম্ভবত আইপিএলের আসন্ন সংস্করণে খেলতে পারবেন না। কেকেআর তাঁর নেতৃত্বের ক্ষমতার উপর অনেক বেশি নির্ভরশীল। ২৮ বছর বয়সী ব্যাটারের আইপিএলের ১৬তম সংস্করণে না খেলার সম্ভাবনা থাকায় কেকেআর এখন সম্ভাব্য প্রতিস্থাপনের সন্ধান করছে। আইপিএল ২০২৩ ৩১শে মার্চ শুরু হবে এবং কেকেআর তাদের অভিযান শুরু করবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১লা এপ্রিল।

Related Posts

আইপিএলের আগে সূর্যকুমার যাদবের পাশেই দাঁড়াচ্ছেন দীনেশ কার্তিক

আইপিএলের আগে সূর্যকুমার যাদবের পাশেই দাঁড়াচ্ছেন দীনেশ কার্তিক

আইপিএলের আগে সূর্যকুমার যাদবের পাশেই দাঁড়াচ্ছেন দীনেশ কার্তিক আপডেট করা - Mar 23, 2023 9:18 pm Suryakumar Yadav. (Image Source: BCCI) সম্প্রতি ফর্মে নেই সূর্যকুমার যাদব। বিশেষ করে সদ্য শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজে একেবারেই নিজের পারফর্ম্যান্স...

ইসিবির তরফে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন না জনি বেয়ারস্টো

ইসিবির তরফে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন না জনি বেয়ারস্টো

Jonny Bairstow. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images) কয়েকদিন ধরেই জনি বেয়ারস্টোর আইপিএল খেলা নিয়ে একটা ধোঁয়াশা চলছে। যদিও কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে অ্যাশেজের কথা মাথায় রেখে ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার নাকি এবারের আইপিএলে খেলবেন না। এখনও...

ভবিষ্যতে গুজরাত টাইটান্সের অধিনায়ক হতে পারেন শুভমন গিল, মত বিক্রম সোলাঙ্কির

ভবিষ্যতে গুজরাত টাইটান্সের অধিনায়ক হতে পারেন শুভমন গিল, মত বিক্রম সোলাঙ্কির

ভবিষ্যতে গুজরাত টাইটান্সের অধিনায়ক হতে পারেন শুভমন গিল, মত বিক্রম সোলাঙ্কির আপডেট করা - Mar 23, 2023 7:43 pm Shubman Gill and Hardik Pandya. (Source: IPL/BCCI) এখনই অবশ্য এই ধরণের কোনও ভাবনা নেই। কিন্তু ভবিষ্যতে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে গুজরাত টাইটান্সের অধিনায়ক...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports Ambassadors
Generated by Feedzy