loader image

Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

ঋষভ পন্থের অভাব অনুভব করবে দিল্লি ক্যাপিটালস, নেতৃত্বের দায়িত্ব পেয়ে জানালেন ডেভিড ওয়ার্নার

মার্চ 16, 2023

No tags for this post.

ঋষভ পন্থের অভাব অনুভব করবে দিল্লি ক্যাপিটালস, নেতৃত্বের দায়িত্ব পেয়ে জানালেন ডেভিড ওয়ার্নার

David Warner. (Photo Source: Twitter)

বেশ কয়েকদিন ধরেি জল্পনাটা চলছিল। আসন্ন আইপিএলে ঋষভ পন্থের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন কে। ডেভিড ওয়ার্নরের নামটা বেস কয়েকদিন ঘোরাফেরা করছিল। অবশেষে সেই রাস্তাতেই হেঁটেছে দিল্লি ক্যাপিটালস। আসন্ন আইপিএলে দিল্লি  ক্যাপিটালসের নেতৃত্বের দায়িত্ব সামলাবেন ডেভিড ওয়ার্নার। অধিনায়কের দায়িত্ব পেয়ে খুশি ডেভিড ওয়ার্নর। সেইসঙ্গে ঋষভ পন্থের মতো ক্রিকেটারের না থাকাটা যে দিল্লি ক্যাপিটালসের জন্য একটা বড়সড় ধাক্কা তাও মেনে নিযেছেন তিনি। ঋষভ পন্থের নেতৃত্বের অভাব দিল্লি ক্যাপিটালস অনুভব করবে বলেই মনে করছেন তিনি।

গতবছরের শেষেই ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। প্রায় একমাস হাসপাতালে ভর্তি ছিলেন ভারতীয় দলের এই তারকা উইকেটকিপার ব্যাটার। সম্প্রতি বাড়িতে ফিরলে, ঋষভ পন্থের মাঠে ফেরার সম্ভাবনা যে এখনই নেই তা স্পষ্ট। এবারের াইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন তিনি। সেইসঙ্গেই শুরু হয়েছিল নানান জল্পনা। আসন্ন মরসুমে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব কে নেবে তা নিয়েই শুরু হয়েছিল জল্পনা। বৃহস্পতিবার সেই ঘোষণাই করে দিল দিল্লি ক্যাপিটালস।

দূর্ঘটনায় চোট পেয়ে এবারের আইপিএলের মঞ্চে নেই ঋষভ পন্থ

নতুন দায়িত্ব পেয়ে অবশ্যই আপ্লুত ডেবিড ওয়ার্নার। তবে ঋষভ প্নথের মা থাকাটা নিয়েও বেশ চিন্তায় রয়েছেন তিনি। অধিনায়ক হিসাবে ঋষভ পন্থের অনুপস্থিতি  যে তারা প্রতিটা ম্যাচই অনুভব করবে তা বলার অপেক্ষা রাখে না। নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পরই সেই কথা শোনা গিয়েছে ডেভিড ওয়ার্নারের মুখে। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেখানেই দিল্লির নেতা হিসাবে ডেভিড ওয়ার্নার কেমন খেলেন সেটাই দেখার।

এই প্রসঙ্গে  ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, “দিল্লি ক্যাপিটালসের হয়ে অসাধারণ নেতৃত্ব দিয়েছিলেন ঋষভ পন্থ। এবারের আইপিএলে তাঁর মতো একজন ক্রিকেটার দলে না থাকাটা যে সকলে আমরা অনুভব করব তা বলার অপেক্ষা রাখে না। দিল্লির টিম ম্যানেজমেন্টকে আমারপ ওপর বিশ্বাস এবং ভরসা রাখার জন্য অত্যন্ত কৃতজ্ঞ আমি। আমি এই নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত”।

গত ২০২১ সালেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব উঠেছিল ঋষভ পন্থের কাঁধে। যদিও তাঁর হাত ধরে লিগ পর্বের বাধা টপকাতে পারেনি দিল্লি ক্যাপিটালস। কিন্তু বড়সড় দূর্ঘটনার জন্য আপাতত অনির্দিষ্ট কালের জন্য মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। সেই জায়গাতেই এবার দায়িত্ব  পেয়েছেন ডেভিড ওয়ার্নার। আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এবার সেই তারকা ক্রিকেটারের হাত ধরে দিল্লি ক্যাপিটালস সাফল্য পায় কিনা সেটাই দেখার।

Related Posts

ধোনির সক্রিয়তার কারণেই সিএসকেতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ‘অসন্তুষ্ট’ জাডেজা

ধোনির সক্রিয়তার কারণেই সিএসকেতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ‘অসন্তুষ্ট’ জাডেজা

ধোনির সক্রিয়তার কারণেই সিএসকেতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ‘অসন্তুষ্ট’ জাডেজা আইপিএল ২০২২-এ জাডেজার অধিনায়কত্বে টালমাটাল পরিস্থিতি ছিল সিএসকেতে আপডেট করা - Mar 26, 2023 12:20 pm MS Dhoni and Ravindra Jadeja. (Photo Source: IPL/BCCI) আইপিএল ২০২২-এ চেন্নাই সুপার...

আইপিএল ২০২৩-এর প্রথমার্ধ থেকে বাদ রজত পাটিদার

আইপিএল ২০২৩-এর প্রথমার্ধ থেকে বাদ রজত পাটিদার

Rajat Patidar. (Image Source: IPL/BCCI) আগে আইপিএলে খেললেও আইপিএল ২০২২-এ রজত পাটিদার প্রমাণ করেছিলেন ভারতের টি-২০ দলের জন্য তিনি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারেন। এখনও জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও ভারতের স্কোয়াডের অংশ থেকেছেন তিনি। নিলামে অবিক্রিত থাকার পরে পরিবর্ত...

এই আইপিএলে সেরা বোলিং আক্রমণ আরসিবির: সঞ্জয় মাঞ্জরেকার

এই আইপিএলে সেরা বোলিং আক্রমণ আরসিবির: সঞ্জয় মাঞ্জরেকার

Sanjay Manjrekar. (Image Source: Twitter) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর আসন্ন সংস্করণটি ৩১শে মার্চ থেকে শুরু হতে চলেছে। উদ্বোধনী ম্যাচে গুজরাত টাইটান্স (জিটি) ও চেন্নাই সুপার কিংস (সিএসকে) প্রতিদ্বন্দ্বিতা করবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সমর্থকরা...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports Ambassadors
Generated by Feedzy