ক্যামেরণ গ্রীণকে আরসিবির নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করছেন না ব্র্যাড হগ

ডিসে. 4, 2023

No tags for this post.
Spread the love
Cameron Green. ( Photo Source: MIFansArmy/Twitter )

আসন্ন আইপিএলের মিনি নিলামের আগেই সকলকে চমকে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাত টাইটন্স থেকে হার্দিক পান্ডিয়াকে ফের একবার দলে ফিরিয়ে সকলকে কার্য়ত হতবাক করে দিয়েছে মুম্ভই ইন্ডিয়ান্স। সেই হার্দিককে ফেরনোর জন্যই তাদের ছাড়তে হয়েছে ক্যামেরণ গ্রীণকে। তাঁকে দলে তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।তা নিয়ে ক্রিকেট মহলে নানান হৈচৈ চললেও, ব্র্যাড হগ কিন্তু এই সিদ্ধন্তকে খুব একটা সঠিক বলে মনে করছেন না। বরং তাঁর মতে এই সিদ্ধান্ত রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিপক্ষেও যেতে পারে।

গতবারই প্রথমবার আইপিএলের মঞ্চে দেখা গিয়েছিল ক্যামেরণ গ্রীণকে। গতবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেই ছিলেন তিনি। সেখানে ১৬ ম্যাচে  নিজের পারফরম্যান্স দেখিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন ক্যামেরণ গ্রীণ। সেই পারফরম্যান্স দেখেই যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবার এই তারকা ক্রিকেটারকে দলে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত আসন্ন আইপিএলের মঞ্চে এই তারকা ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সাফল্য পতে পারেন কিনা তা তো সময়ই বলবে।

গত আইপিএলের মঞ্চে ৪৫২ রান করেছিলেন ক্যামেরণ গ্রীণ

গতবার মুম্বই ইন্ডিয়ান্সের প্লেঅফের মঞ্চে পৌঁছনোর পিছনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। এতকিছু সত্ত্বেও ক্যামেরণ গ্রীণকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থণ করতে পারছেন না ব্র্যাড হগ। তাঁর মতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ব্যাটে অনেক বেশী খরচ করছে বলেই মনে করছেন তিনি। এবার ক্যামেরণ গ্রীণকেও প্রায় ১৭.৫ কোটি টাকাটয় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

এই প্রসঙ্গে ব্র্যাড হগ জানিয়েছেন, “রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই সিদ্ধান্ত কী একেবারে সঠিক। আমি তাদের লাইনআপের দিকে দেখছিলাম। আমার মনে হয় এই  সিদ্ধান্তটা খুব একটা ভাল হয়নি। যদিও ক্যামেরণ গ্রীণের দক্ষতা বা প্রতিভার বিরুদ্ধে আমি কিছু বলছি না। শেষ বছরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। কিন্তু যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকে তাকানো যায় কবে তারা ব্যাটিং লাইনআপে অনেক বেশী খরচ করল”।

গতবরের আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অসাধাপণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ১৬ ম্যাচে ক্যামেরণ গ্রীণ করেছিলেন ৪৫২ রান। সেইসঙ্গে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে ছিল ছটি উইকেটও। এবার সেই ক্যামেরণ গ্রীণের ঠিকানাই হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানে গ্রীণ নিজেকে মেলে ধরতে পারেন কিনা সেটাই দেখার।

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8