“ধোনি যদি রুতুরাজ গায়কওয়াড়কে প্রশিক্ষণ দেন, তাহলে তিনি ৭-৮ বছর সিএসকে-কে নেতৃত্ব দিতে পারবেন” – আম্বাতি রায়ডু

জুলাই 24, 2023

Spread the love
Ruturaj Gaikwad. ( Image Source: twitter )

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আম্বাতি রায়ডু মনে করছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) মহেন্দ্র সিং ধোনির পর নেতৃত্ব দিতে পারেন প্রতিভাবান ব্যাটার রুতুরাজ গায়কওয়াড়। আইপিএলের ১৬ তম সংস্করণে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন গায়কওয়াড়। এই মরসুমে পঞ্চমবারের জন্য শিরোপা জিতেছিল সিএসকে।

মহেন্দ্র সিং ধোনি আইপিএলকে বিদায় জানানোর পর চেন্নাই সুপার কিংসকে কে নেতৃত্ব দেবেন সেই নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন উঠছে। সিএসকের প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রায়ডু এই ব্যাপারে নিজের মতামত জানিয়েছেন। তার মতে রুতুরাজ গায়কওয়াড় দীর্ঘ সময়ের জন্য সিএসকে-কে নেতৃত্ব দিতে পারবেন।

বিহাইন্ডউডস টিভিকে আম্বাতি রায়ডু বলেন, “আমি যদি ভবিষ্যতের ব্যাপারে কথা বলি, তবে আমি মনে করি রুতুরাজের (গায়কওয়াড়) কাছে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। তার মধ্যে সেই নেতৃত্বগুণ রয়েছে। সুতরাং, যদি মাহি ( এমএস ধোনি ) ভাই তাকে এক বছর বা তার বেশি সময় ধরে প্রশিক্ষণ দেন, তাহলে তিনি ৭-৮ বা এমনকি ১০ বছরের জন্য দলকে নেতৃত্ব দিতে পারবেন। তিনি মাহি ভাই এবং (স্টিফেন) ফ্লেমিং-এর তত্ত্বাবধানে খেলছেন। তিনি শান্ত, মাটির মানুষ এবং অত্যন্ত প্রতিভাবান।”

“তার ভারতের হয়ে প্রতিটি ফরম্যাটে খেলা উচিত” – আম্বাতি রায়ডু

রুতুরাজ গায়কওয়াড়কে ভারতের হয়ে তিনটি ফরম্যাটে খেলতে দেখতে চান আম্বাতি রায়ডু। আইপিএলের ১৬ তম সংস্করণে গায়কওয়াড় ১৬টি ম্যাচ খেলে ৫৯০ রান করেছিলেন এবং তার সর্বোচ্চ স্কোর ছিল ৯২। সিএসকের এই ওপেনারের গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ৪২.১৪ এবং ১৪৭.৫০। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ৩টি চার এবং ১টি ছয় সহ ১৬ বলে ২৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন রুতুরাজ।

রুতুরাজ গায়কওয়াড় আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। এশিয়ান গেমস ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ৮ই অক্টোবর শেষ হবে। এই মুহূর্তে তিনি ভারতীয় দলের সদস্য হিসেবে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলছে ভারত। টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে তার নাম ছিল কিন্তু তিনি একটি ম্যাচেও প্ৰথম একাদশে জায়গা পাননি।

আম্বাতি রায়ডু বলেন, “ভারতের তাকে (গায়কওয়াড়) সর্বোত্তমভাবে ব্যবহার করা উচিত। কিন্তু আমার মনে হয় না যে তারা এই মুহূর্তে তার দিকে ভালোভাবে নজর দিচ্ছে। তার ভারতের হয়ে প্রতিটি ফরম্যাটে খেলা উচিত।”

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador