ভারতের বিরুদ্ধে সেন্ট জর্জ পার্কের ক্রিজে আগুন ঝড়াচ্ছেন নান্দ্রে বার্গার, সেই সময়ই আইপিএলের নিলামে বসেছিলেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। সেখানেই রাজস্থান রয়্যালস শিবিরে নিজের জায়গা পাকা করে পেলেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। ৫০ লক্ষ টাকায় আসন্ন আইপিএলের মঞ্চে সঞ্জ স্যামসনের রাজস্থান রয়্যালস শিবিরে গিয়েছেন এই তরুণ পেসার। এমন ঘটনায় তিনি তো অবশ্যই উচ্ছ্বসিত। সেইসঙ্গে উচ্ছ্বসিত আরেক তারকা ক্রিকেটার টনবি ডে জর্জি। এমন ঘটনার পর সেই টাকা তাঁর সতীর্থদেরই দেওয়ার কথা বলেছেন এই টনি ডে জর্জি।
একইসঙ্গে আইপিএলের মঞ্চে অভিষেক হতে চলেছে টনি ডে জর্জি এবং নান্দ্রে বার্গারের। তবে টনি ডে জর্জির থেকে খানিকটা কম দামই পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ ক্রিকেটার। তবে তাঁর দল পাওয়াতেই আপ্লুত হয়েছেন সতীর্থ টনি ডে জর্জি। দ্বিতীয় ওডিআই ম্যাচেই ভারতের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যন্স দেখিয়েছিলেন এই তরুণ পেসার। ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতার পিছনে দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান কারিগড় ছিলেন নান্দ্রে বার্গার।
ভারতের বিরুদ্ধে তিন উইকেট তুলে নিয়েছিলেন নান্দ্রে বার্গার
সেইসঙ্গেই টনি ডে জর্জি কিন্তু আরও একটা আবদার করেছেন নান্দ্রে বার্গারের কাছে। দক্ষিণ আফ্রিকার জয়ের পরই নান্দ্রে বার্গারের কাছে এমন একটা অদ্ভূত আবদার করেছেন টনি ডে জর্জি। তাঁর মতে নান্দ্রে বার্গারের এই সাফল্যের পিছনে সবচেয়ে বেশী অবদানব রয়েছে তাঁর সতীর্থদের। সেই কারণে যে অর্থ তিনি পেয়েছেন সেটা তাঁর সতীর্থদের মধ্যেই ভাগ করে দেওয়ার বার্তা দিয়েছেন টনবি ডে জর্জি। যদিও সেটা যে একেবারেই মজা করে বলেছেন তিনি তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই এই দুই ক্রিকেটারের আইপিএলের মঞ্চে নামার অপেক্ষায় সকলে।
এই প্রসঙ্গেই ম্যাচ শেষে টনি ডে জর্জি জানিয়েছেন, “আমার মনে হয় তাঁর এই টাকাগুলো আমাদের জন্যই খরচ করা উচিত্। কারণ সেই জায়গায় তাঁকে পৌঁছতে আমরাই সবচেয়ে বেশী সাহায্য করেছি। সফরে আমি তাঁর সঙ্গে একসঙ্গেই ঘরে থাকি। সেই কারণেই আমি তাঁর থেকে বেশ কিছু জিনিস প্রত্যাশা করছি”।
দ্বিতীয় ম্যাচেই ভারতের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেখানেই ভারতের টপ অর্ডারকে শেষ করে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন নান্দ্রে বার্গার। কেএল রাহুল থেকে রুতুরাজ গায়কোয়াড়দের সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন নান্দ্রে বার্গার। এবার আইপিএলেও সেই পারফরম্যান্স তিনি দেখাতে পারেন কিনা সেটাই দেখার।