জমজমাট আইপিএলের মিনি নিলামের আসর। প্রায় আট ঘন্টার দীর্ঘ নিলাম জুড়ে এদিন ছিল একের পর এক চমক। একই নিবামের মঞ্চে রেকর্ড গড় এবং ভাঙার স্বাক্ষীও হয়ে রইল সকলে। আসন্ন মরসুমের জন্য এদিন কোনও ফ্র্যাঞ্চাইজি এক ইঞ্চিও জায়গা ছেড়ে দেয়নি। এই মঞ্চেই আইপিএলের নিবামের মঞ্চে ইতিহাস তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তেমনই সকলকে চমকে দিয়েছিল এদিন সানরাইজার্স হায়দরাবাদও। এদিন প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে তুলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।
তারকাদের মাঝে অবাছাই ক্রিকেটাররাও এবাের নিলামে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। ২০ বর্ষীয় সমীর রিজবি এবারের আইপিএলে অবাছাই ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ দর পেয়েছেন। তাঁকে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তেমনই শেষ মুহূর্তে মুজিব উর রহমান ও মনীশ পান্ডেকে নিয়ে সকলকে চমকে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দেখে নেওয়া যাক আসন্ন আইপিএলের প্রতিটি স্কোয়াড।
কলকাতা নাইট রাইডার্স
শ্রেয়স আইয়ার
নীতিশ রানা
রিঙ্কু সিং
রহমনুল্লাহ গুরবাজ
জেসন রয়
আন্দ্রে রাসেল
সুনীল নারাইন
ভেঙ্কটেশ আইার
অনুকুল রয়
সূয়শ শর্মা
হর্ষিত রানা
বরুণ চক্রবর্তী
বৈভব অরোরা
কেএস ভরত
চেতন সাকারিা
মিচেল স্টার্ক
রমনদীপ সিং
-অঙ্গরিস রঘুবংশী
শারফেন রাদারফোর্ড
মনীশ পান্ডে
মুজিব উর রহমান
গাস অ্যাটকিনসন
সাকিব হুসেন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ফাফ ডুপ্লেসি
বিরাট কোহলি
গ্লেন ম্যাক্সওয়েল
মহম্মদ সিরাজ
দীনেশ কার্তিক
ক্যামেরণ গ্রীণ
বিশক বিজয়কুমার
মনোজ ভানদাগে
রজত পাতিদার
অনুজ রাওয়াত
সূয়শ প্রভুদেসাই
আকাশদীপ
রিস টপলে
রাজন কুমার
হিমাংশ শর্মা
করণ শর্মা
মহিপাল লোমরোর
উইল জ্যাকস
আলজারি জোসেফ
যশ দয়াল
টম কারান
লোকি ফার্গুসন
স্বপ্নিল সিং
সৌরভ চৌহান
মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা
জসপ্রীত বুমরাহ
সূর্যকুমার যাদব
ঈশান কিষাণ
ডেওয়াল্ড ব্রেভিস
তিলক বর্মা
হার্দিক পান্ডিয়া
টিম ডেভিড
অর্জুন তেন্ডিলকর
কুমার কার্তিকেয়
জেসন বেহরেনডর্ফ
-আকাশ মধওয়াল
বিষ্ণু বিনোদ
রোমারিও শেফার্ড
শান্স মুলানি
নেহাল ওয়াধেরা
পীযূশ চাওলা
জেরান্ড কোয়েতজে
দিলশান মদুশঙ্কা
নুয়ান থুসারা
নমন ধির
অনশুল কম্বোজ
মহম্মদ নবি
গুজরাত টাইটান্স
শুভমন গিল
ডেভিড মিলার
ম্যাথু ওয়েড
ঋদ্ধিমান সাহা
কেন উইলিয়ামসন
অভিনব মনোহর
সাই সুদর্শন
দর্শন নালকান্দে
বিজয় শঙ্কর
জয়ন্ত যাদব
রাহুল তেওয়াটিয়া
মহম্মদ সামি
নুর আহমেদ
আর সাই কৃষ্ণা
রশিদ খান
জশুয়া লিটল
মোহিত শর্মা
আজমতউল্লাহ ওমরজাই
উমেশ যাদব
শাহরুখ খান
সুশান্ত মিশ্র
কার্তিক ত্যাগী
মানভ সুথার
স্পেনসর জনসন
রবিন মিন্জ
সানরাইজার্স হায়দরাবাদ
প্যাট কামিন্স
ওয়াশিংটন সুন্দর
রাহুল ত্রিপাঠি
ময়াঙ্ক আগরওয়াল
ট্রেভিস হেড
অভিষেক শর্মা
হেনরিখ ক্লাসেন
ভুবনেশ্বর কুমার
মার্কো য়্যানসেন
আবদুল সামাদ
উমরান মালিক
টি নটরাজন
এডেন মার্করাম
শাহবাজ আহমেদ
জয়দেব উনাদকাট
ওয়ানিন্দু হারাসঙ্গা
গ্লেন ফিলিপস
ময়াঙ্ক মার্কন্ডে
ফজনহক ফারুকি
উপেন্দ্র যাদব
সনভির সিং
আকাশ শিং
নীতিশ কুমার রেড্ডি
আনমোলপ্রীত সিং
যথাবেদ সুব্রক্ষমনিয়ম
লখনউ সুপার জায়ান্টস
কেএল রাহুল
আয়ূশ বাদোনি
দীপক হুডা
রবি বিষ্ণোই
ক্রুণাল পান্ডিয়া
যুধবীর সিং
প্রেরক মনকড়
যশ ঠাকুর
অমিত মিশ্র
ময়াঙ্ক যাদব
মহসিন খান
কুইন্টন ডিকক
নিকোলাস পুরান
কাইল মেয়ার্স
মার্কাস স্টয়নিস
নবিন উল হক
কে গৌতম
মার্ক উড
দেবদূত পাড়িক্কল
শিবম মাভি
আরশিন কুলকার্নি
এম সিদ্ধার্থ
অ্যাশটন টার্নার
ডেভিড উইলি
দিল্লি ক্যাপিটালস
ঋষভ পন্থ
প্রবীন দুবে
ডেভিড ওয়ার্নার
ভিকি অস্তওয়াল
পৃথ্বি শ
অ্যানরিখ নর্খিয়া
অভিষেক পোড়েল
কুলদীপ যাদব
অক্ষর পটেল
লুঙ্গি এনগিডি
ললিত যাদব
খলিল আহমেদ
মিচেল মার্শ
ঈশান্ত শর্মা
যশ ধুল
মুকেশ কুমার
হ্যারি ব্রুক
ট্রিস্টান স্টাবস
রিকি ভুই
কুমার কুশাগ্র
রাসিক দার
ঝাই রিচার্ডসন
সুমিত কুমার
শাই হোপ
স্বস্তিক চিকারা
পঞ্জাব কিংস
স্যাম কারান
হর্ষল পটেল
লিয়াম লিভিংস্টোন
কাগিসো রাবাডা
শিখর ধওয়ান
রাইলি রসো
জনি বেয়ারস্টো
রাহুল চাহার
ক্রিস ওকস
অর্শদীপ সিং
হরপ্রীত ব্রার
ন্যাথান এলিস
প্রভসিমরণ সিং
ঋষি ধওয়ান
সিকান্দার রাজা
হরপ্রীত সিং
তানাভ থিাগরজন
অথর্ব তাইদে
আশুতোষ শর্মা
বিদ্যাথ কাবিরাপ্পা
বিশ্বনাথ সিং
শিবম সিং
প্রিন্স চৌধুরী
শশাঙ্ক সিং
জীতেশ শর্মা
চেন্নাই সুপার কিংস
এমএস ধোনি
রবীন্দ্র জাদেজা
ডেভন কনওয়ে
রুতুরাজ গায়কোয়াড়
অজিঙ্ক রাহানে
মোঈন আলি
শিবম দুবে
রাজবর্ধন হাঙ্গারগেকর
মিচেল স্যান্টনার
তুষার দেশপান্ডে
মথিসা পাথিরানা
সিমরনজিত্ সিং
প্রশান্ত সোলাঙ্কি
মহিশ থিকসানা
শায়িক রশিদ
নিশান্ত সিন্ধু
অজয় মন্ডল
মুকেশ চৌধুরী
রাচিন রবীন্দ্র
শার্দূল ঠাকুর
ড্যারিল মিচেল
সমীর রিজভি
মুস্তাফিজুর রহমান
অভিনাশ রাও আরাবেল্লি










