Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

প্রাক্তন আরসিবি সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের সাথে দেখা করতে গেলেন যুজবেন্দ্র চাহাল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি

মে 28, 2023

No tags for this post.
AB de Villiers and Yuzvendra Chahal. (Photo Source : Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ বল হাতে খুব ভালো প্রদর্শন করেছেন যুজবেন্দ্র চাহাল। তিনি ১৪টি ম্যাচ খেলে ২১টি উইকেট নিয়েছেন এবং তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/১৭। তার গড় এবং ইকোনমি রেট হল যথাক্রমে ২০.৫৭ এবং ৮.১৮। ২০২২ সালে তিনি এর থেকেও ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি আগের মরসুমে ১৭টি ম্যাচ খেলে ২৭টি উইকেট নিয়েছিলেন এবং তার বোলিং পরিসংখ্যান ছিল ৫/৪০। তিনি আইপিএলের ১৫ তম সংস্করণে পার্পেল ক্যাপও জিতেছিলেন।

সম্প্রতি তিনি নিজের প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের সাথে দেখা করতে গেছিলেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবি ডি ভিলিয়ার্সের সাথে তিনি একটি ছবি পোস্ট করেছেন।

এবি ডি ভিলিয়ার্স এবং যুজবেন্দ্র চাহালের মধ্যে সম্পর্ক খুবই ভালো। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও তাদের অনেকবার একসাথে দেখা গেছে। ডি ভিলিয়ার্স যখন অবসর নিয়েছিলেন তখন তাকে নিয়ে একটি সুন্দর টুইট করেছিলেন এই অভিজ্ঞ স্পিনার। চাহাল আরসিবির হয়ে ৮ বছর খেলেছেন এবং তাদের হয়ে অনেক সফলতাও অর্জন করেছেন। এরপর ২০২২ সালের মরসুমে তিনি সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসে (আরআর) যোগ দেন।

যুজবেন্দ্র চাহাল আইপিএলে এখনও পর্যন্ত ১৪৫টি ম্যাচ খেলে ১৮৭টি উইকেট নিয়েছেন। তিনি এই মরসুমে ডোয়েন ব্রাভোর ১৮৩টি আইপিএল উইকেটের রেকর্ড ভেঙে দিয়ে বর্তমানে সর্বোচ্চ উইকেটের তালিকায় প্ৰথম স্থানে রয়েছেন।

আইপিএল ২০২৩-এর গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হয়েছে রাজস্থান রয়্যালসকে

আইপিএলের ১৬ তম সংস্করণে প্লেঅফসের অনেক কাছাকাছি গিয়েও শেষমেশ গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দলকে। গত মরসুমে রানার্স-আপ হওয়ার পর এই মরসুমে গ্রুপ পর্যায় থেকেই ছিটকে যাওয়াটা সত্যিই দুর্ভাগ্যজনক। তারা ১৪টি ম্যাচ খেলে ৭টি ম্যাচে জিততে সক্ষম হয়েছিল। এই মরসুমের পয়েন্ট তালিকায় তারা পঞ্চম স্থানে শেষ করেছে।

রাজস্থান রয়্যালস প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও যুজবেন্দ্র চাহালের সুন্দর বোলিং পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেছেন যশস্বী জয়সওয়াল। তিনি ১৪টি ম্যাচ খেলে ৬২৫ রান করেছেন এবং তার সর্বোচ্চ রান হল ১২৪। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৪৮.০৮ এবং ১৬৩.৬১। তিনি এই মরসুমে ১টি শতরানের পাশাপাশি ৫টি অর্ধশতরানও করেছেন।

Related Posts

শাহরুখের সঙ্গে গৌতম গম্ভীরের ছবি পোস্ট ঘিরে নীতিশ রানার মন্তব্য, নতুন জল্পনা শুরু

শাহরুখের সঙ্গে গৌতম গম্ভীরের ছবি পোস্ট ঘিরে নীতিশ রানার মন্তব্য, নতুন জল্পনা শুরু

Gautam Gambhir & Shahrukh Khan. ( Photo Source: Twitter ) শাহরুখ খানের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীরের ছবি। আর সেই পোস্ট ঘিরেই নীতিশ রানার আরেকটি পোস্ট। আর তাতেই নতুন করে  জল্পনা শুরু হয়ে গিয়েছে। গৌতম গম্ভীর কী ফের কলকাতা নাইট রাইডার্সে ফিরতে চলেছেন। নীতিশ...

ফাস্ট বোলিং কোচ হিসেবে লাসিথ মালিঙ্গাকে নিযুক্ত করল মুম্বাই ইন্ডিয়ান্স

ফাস্ট বোলিং কোচ হিসেবে লাসিথ মালিঙ্গাকে নিযুক্ত করল মুম্বাই ইন্ডিয়ান্স

Lasith Malinga. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images) শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার লাসিথ মালিঙ্গাকে ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ থেকে তার মেয়াদ শুরু হবে। নিউ জিল্যান্ডের প্রাক্তন পেসার...

ব্রায়ান লারাকে বিদায় জানাল সানরাইজার্স হায়দ্রাবাদ, নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন ড্যানিয়েল ভেট্টোরি

ব্রায়ান লারাকে বিদায় জানাল সানরাইজার্স হায়দ্রাবাদ, নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন ড্যানিয়েল ভেট্টোরি

ব্রায়ান লারাকে বিদায় জানাল সানরাইজার্স হায়দ্রাবাদ, নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন ড্যানিয়েল ভেট্টোরি আপডেট করা - Aug 7, 2023 6:38 pm Brian Lara and Daniel Vettori. (Photo Source: Twitter) ৭ই আগস্ট, সোমবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador
Generated by Feedzy