শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার লাসিথ মালিঙ্গাকে ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ থেকে তার মেয়াদ শুরু হবে। নিউ জিল্যান্ডের প্রাক্তন পেসার শেন বন্ডের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। বন্ড বেশ কিছু বছর ধরে এমআই দলের সাথে যুক্ত ছিলেন। কিন্তু তার মেয়াদ শেষ হওয়ার পর তাকে বিদায় জানিয়ে দিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
আইপিএলের ১৫ এবং ১৬ তম সংস্করণে রাজস্থান রয়্যালসের (আরআর) ফাস্ট বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন লাসিথ মালিঙ্গা। উল্লেখযোগ্যভাবে, ২০১৮ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর ছিলেন মালিঙ্গা। এরপর ২০১৯ সালে তিনি আবার মাঠে ফিরে আসেন এবং রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে শিরোপা জিততে সাহায্য করেন। তিনি ২০২১ সালে তার অবসর ঘোষণা করেছিলেন।
২০০৯ সালে লাসিথ মালিঙ্গার আইপিএল অভিষেক হয়েছিল। তিনি শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স বাদে আর কোনও দলের হয়ে আইপিএল খেলেননি। তিনি ১১০টি আইপিএল ম্যাচ খেলে ১৭০টি উইকেট শিকার করেছিলেন এবং তার সেরা বোলিং পরিসংখ্যান ছিল ৫/১৩। তার গড়, ইকোনমি রেট এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ১৯.৮০, ৭.১৪ এবং ১৬.৬৩। আইপিএলে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় তিনি ষষ্ঠ স্থানে রয়েছেন।
আইপিএল ২০২৩-এ মুম্বাই ইন্ডিয়ান্সকে প্লেঅফস থেকে বিদায় নিতে হয়েছিল
আইপিএলের ১৫ তম সংস্করণে খুব খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেই মরসুমে তারা ১৪টি ম্যাচ খেলেছিল এবং মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছিল। তারা পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছিল।
আইপিএলের ১৬ তম সংস্করণে অসাধারণভাবে কামব্যাক করেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। আইপিএল ২০২২-এ খারাপ ফলাফল করার পর আইপিএল ২০২৩-এ তৃতীয় স্থানে শেষ করেছিল তারা। লিগ পর্বে ১৪টি ম্যাচ খেলে ৮টি ম্যাচে জয় পেয়েছিল এমআই। তারা চতুর্থ দল হিসেবে প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এরপর এলিমিনেটরে ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসকে (এলএসজি) পরাজিত করে ফাইনালের অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছিল এমআই। কিন্তু কোয়ালিফায়ার ২-এ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের (জিটি) কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ২০২৪ সালের আইপিএলে অধিনায়ক রোহিত শর্মা, লাসিথ মালিঙ্গা এবং বাকি কোচিং স্টাফদের তত্ত্বাবধানে মুম্বাই ইন্ডিয়ান্স ষষ্ঠবারের জন্য শিরোপা জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।