ফ্যাশন সচেতন হতে গিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার শুবমান গিল

মে 26, 2023

No tags for this post.
Spread the love

This content has been archived. It may no longer be relevant

ফ্যাশন সচেতন হতে গিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার শুবমান গিল

গিলের পোশাক বিভ্রাট এখন নেটিজেনদের আলোচনার বিষয়

Shubman Gill. (Image Source: Twitter/Shubman Gill)

বর্তমানে ভারতীয় ক্রিকেটের উদীয়মান প্রতিভা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শুবমান গিল। তবে সাফল্য পাওয়ার পাশাপাশি গিল প্রায় সময়ই মাঠের বাইরের নানা ঘটনার কারণে আলোচনায় উঠে এসেছেন। আইপিএল ২০২৩-এ তাঁর দল গুজরাত টাইটান্স (জিটি) কোয়ালিফায়ার ২-এ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে ২৬শে মে। তারই আগে আরও একবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের সম্মুখীন জিটি ওপেনার।

সম্প্রতি তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রঙিন পোশাকে সজ্জিত নিজের একটি ফোটো পোস্ট করেছেন গিল। সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, “‘গোলাপ লাল, আমার জামাটাও দারুণ খুঁজে পেয়েছি। আমার মানসিক অবস্থা উদযাপন করছি।”

তবে এই পোস্ট দেখেই হাসাহাসিতে মাতলেন নেটিজেনরা। গিল যে জিন্সটি পরেছেন, তার চেন নাকি খোলা; এমনই সন্দেহ করেছেন টুইটার ব্যবহারকারীরা। গিলের মতো একজন তারকা সোশ্যাল মিডিয়ায় ফোটো পোস্ট করার সময়ে কীভাবে এতটা ‘অমনোযোগী’ হতে পারেন, উঠেছে এমন অভিযোগও। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন ওপেনারের শার্টের ডিজাইন নিয়েও।

নেট দুনিয়ায় গিলের পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিল এবং টুইটার ব্যবহারকারীদের বেশ কিছু মন্তব্যে স্পষ্ট হয়ে যায় যে গিল আরও একবার ট্রোলিংয়ের শিকার। কারোর আবার এমনও মনে হয়েছে যে গিল ইচ্ছা করেই এমন পোশাক বিভ্রাট ঘটিয়েছেন।

এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স ম্যাচে গিল সেঞ্চুরি করে তাঁর দলকে জেতানোর পরে, ন্যক্কারজনকভাবে তাঁকে আক্রমণ করেছিলেন নেটিজেনরা। শুধু শুবমান গিলই নয়, সেই ম্যাচের পরে নিন্দনীয় ভার্চুয়াল আক্রমণের শিকার হন ক্রিকেটারের বোন শাহনীল গিলও।

টুইটারে গিলের উদ্দেশে ধেয়ে এল বিদ্রুপাত্মক মন্তব্য

অরেঞ্জ ক্যাপ পাওয়ার লড়াইয়ে রয়েছেন শুবমান গিল

মাঠের বাইরে গিলকে ঘিরে সমালোচনা হলেও, আইপিএল ২০২৩-এ ব্যাট হাতে পারফর্ম করে তিনি বুঝিয়ে দিয়েছেন কেন তাঁকে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়। চলমান মরসুমে ১৫ ইনিংসে ৭২২ রান করেছেন ৫৫.৫৪ গড় ও ১৪৯.১৭ স্ট্রাইক রেটে। আর ৯ রান করলেই ফাফ ডু প্লেসিকে টপকে অরেঞ্জ ক্যাপের অধিকারী হবেন গিল।

লিগ পর্বের শেষ দুটি ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৫৮ বলে ১০১ রান করে আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন। এরপরে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ৫২ বলে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন, যা তাঁর আইপিএল কেরিয়ারের সর্বোচ্চ স্কোর।

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador