ব্যক্তিগত বিরতি শেষ করে দলে যোগ দেওয়ার পথে বিরাট

মার্চ 13, 2024

Spread the love
Virat Kohli & co Practice. ( Image Source: RCB )

ছেলের জন্মের পর এখনো অনুশীলন শুরু করেননি কোহলি। দীর্ঘদিন ছিলেন ভারতীয় ক্রিকেটের বাইরে। এই পরিস্থিতিতে তার আইপিএল খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। তবে ইতিমধ্যেই সব জল্পনার অবসান ঘটেছে। সূত্র মারফত খবর, আরসিবি কর্তৃপক্ষকে আইপিএল খেলার কথা জানিয়েছেন কোহলি।

দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে পাশে থাকার জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের দল ঘোষণার পর সরে দাঁড়িয়েছিলেন ভারতীয় শিবির থেকে। খেলেননি পরবর্তী টেস্ট ম্যাচগুলোও। তবে শোনা যাচ্ছে বিরতির পর আবার ক্রিকেটে ফিরছেন কিং কোহলি। আগামী ২২শে মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলের জন্য প্রস্তুতি শিবিরের যোগ দিতে চলেছেন কোহলি। আইপিএলের বাকি আর মাত্র ১০ দিন। সব ফ্রাঞ্চাইজির মতো প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। তাঁদের শিবিরে সম্প্রতি যোগ দেবেন কোহলি। ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, প্রতিযোগিতার শুরু থেকেই বিরাট কোহলিকে দলে পাওয়া যাবে। বেশ কিছুদিন ক্রিকেটের বাইরে থাকা কোহলি প্রস্তুতির শিবিরকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানানো হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ কতৃক।

তবে কবে নাগাদ বেঙ্গালুরু শিবিরে যোগ দিচ্ছেন কোহলি? নির্দিষ্টভাবে কোনও তারিখ জানায়নি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম ম্যানেজমেন্ট। শুধুমাত্র জানা গেছে আগামী ১৭ই মার্চের মধ্যে প্রস্তুতি শিবিরে যোগ দেবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে ১৯শে মার্চ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একটি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানেও যোগ দেবেন দলের প্রাক্তন অধিনায়ক। অন্যদিকে আইপিএল শুরু হতে চলেছে আগামী ২২শে মার্চ। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে তার খেলা এখনো নিশ্চিত নয়। কারণ দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। অনুশীলনও সেভাবে করেননি। তাই মাঠে নামার আগে কয়েকদিন অনুশীলন করতে চান বিরাট। নেটে সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম ম্যাচ থেকেই আরসিবির জার্সিতে নামতে দেখা যাবে তাঁকে। যদিও ইতিমধ্যেই মঙ্গলবার বেঙ্গালুরু প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। বাকি ক্রিকেটাররাও তার পাশাপাশি যোগ দিয়েছেন। কোহলিও আগামী রবিবারের মধ্যে চলে আসবেন বলেই সূত্র মারফত খবর। অর্থাৎ প্রথম ম্যাচের আগে অন্তত ৫ দিন পুরো দল একসঙ্গে অনুশীলন করতে পারবে। আইপিএলের পর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে বিরাটের থাকা নিয়ে খানিক জল্পনা ছড়ালেও তাঁকে এখনো দলে রাখা হয়েছে বলেই বোর্ড সূত্রে খবর। সেক্ষেত্রে দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামবেন বিরাট কোহলি। সেইজন্য আইপিএলেও তাকে তিন নম্বরে খেলানোর কথাই ভাবছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ। 

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador