মহম্মদ সিরাজকে সঙ্গ দেওয়ার মতো বোলিং অপশনের খোঁজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ডিসে. 18, 2023

No tags for this post.
Spread the love
Mohammed Siraj. (Photo by MANJUNATH KIRAN/AFP via Getty Images)

আইপিএলের মিনি নিলাম শুরু হতে আর ২৪ ঘন্টাও বাকি নেই। এরপরই দুবাই শুরু হতে চলেছে আসন্ন আইপিএলের মনি নিলাম। সেখানেই শেষপর্যন্ত কোন ফ্র্যাঞ্চাইজি বাজিমাত করে তা তো সময়ই বলবে।  তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু এখন থেকেই নিজেদের ফোকাস ঠিক করে ফেলেছ। বরাবরই আইপিএলের মঞ্চে বোলারদের সমস্যায় ভুগেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার সেই দিকেই তাদের সবচেয়ে বেশী নজর। মহম্মদ সিরাজকে সঙ্গ দিতে পারে এমনই একজন বোলিং অপশনের খোঁজে রয়েছেন এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএলের নিলাম সুরু হওয়ার আগে এই মন্তব্য করতে কোনওরকম দ্বিধা করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট ডিরেক্টর মো বোবাট। গতবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স প্দর্শন করলেও, বারবার বোলিংয়ের সমস্যায় ভুগতে হয়েছে তাদের। আরসিবি শিবিরেই রয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজ। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার জন্য যোগ্য কোনও ক্রিকেটার নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সেই দিকেই এবার বাড়তি নজর দিচ্ছেন আরসিবি শিবির।

২০২৩ সালের আইপিএলের মঞ্চে ১৪ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ

শেষবার লিগ পর্বের গন্ডী টপকাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হারের পর নিজেদের ব্যর্থতা নিয়ে নানান হিসাব নিকাশ করেছে তারা। বোলিংয়ে যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুর্বলতা রয়েছে তা মানতে কোনও দ্বিধা নেই তাদের ক্রিকেট ডিরেক্টর মো বোবাটের। এবারের নিবামে যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একজন ভাল বোলারের জন্য ঝাপাতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে । বেঙ্গালুরু এবারের নিলামে সকলকে চমকে দিতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

এই প্রসঙ্গে মো বোবাট জানিয়েছেন, “মহম্মদ সিরাজ আমাদের দলের এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য। তিনি যাতে আরও বেশী মাঠে সাহায্য পান সেই দিকে তাকিয়েই আমরা বেশী বোলিং অপশনের কথা ভাবছি। তা যদি বিদেশী বোলারও হয় আমাদের কোনও সমস্যা নেই। এগিয়ে যাওয়ার দিকে এটাই আমাদের প্রধান লক্ষ্য। সেইসঙ্গে আমাদের দলে স্থানীয় স্পিনাররা রয়েছে। আমার মনে হয় সেটা আমাদের জন্য বেশ শক্তিশালী। তাদের মধ্যে কেউ কেউ গত দুই বছরে সুযোগও পেয়েছেন এবং আগামীদিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন”।

ব্যাটিংয়ে বিরাট পারফরম্যান্স দেখালেও বারবারই বোলিং ব্যর্থতার জন্য হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। সেই সমস্যাই এবার মেটাতে চাইছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador