দুবছর আগে বিরাট টাকার অঙ্কের বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে গুজরাত টাইটান্সে পারি দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ১৫ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু ২০২৪ সালেই ফের ঘরে ফেরা। আইপিএলে এই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই যাত্রা শুরু করেছিলেন হার্দিক পান্ডিয়া। মাঝে গুডরাতের অধিনায়ক হলেও, আবারও সেই মুম্বই ইন্ডিয়ান্সেই ফিরে এসেছেন তিনি। আগামী আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটার।
২০২২ সালে গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথমূারই তাঁর হাত ধরে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিুল গুজরাত টাইটান্স। তাঁর হাত ধরে ২০২৩ সালেও আইপিএলের মঞ্চে সাফল্যের রা্স্তাতেই এগিয়েছিল গুজরাত টাইটান্স। এবারও হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই আইপিএলের ফাইনালে পৌঁছেছিল তারা। কিন্তু আসন্ন মরসুমে নামার আগেই আইপিএলের মঞ্চে বড় চমক মুম্বই ইন্ডিয়ান্সের। হার্দিক পান্ডিয়কে দলে তুলে নিল তারা। রোহিত শর্মা পরবর্তী অধিনায়ক বাছার কাজটা যে এখনই সেরে ফেলতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স তা বলার অপেক্ষা রাখে না।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়ার ১৪৭৬ রান রয়েছে আইপিএলে
প্রায় দুই মরসুম পর হার্দিক পান্ডিয়াও মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে পেরে আপ্লুত। তিনি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, “এখানে ফিরে আসাটা আমায়. অনেক সুন্দর স্মৃতি মনে করাচ্ছে। মুম্বই, ওয়াংখেড়ে এবং পল্টন। এখানে ফিরতে পেরে সত্যিই ভাল অনুভূতি পাচ্ছি”।
এই মুহূর্তে চোটের জন্য দলের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের মাঝেই গোড়ালীতে চোট পেয়ে চিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আইপিএল দিয়েই মাঠে ফিরতে পারেন তিনি। এই মুহূ্র্তে ভারতীয় দলের সেরা অল রাউন্ডারের তকমা রয়েছে এই তারকা ক্রিকেটারের গায়ে। গুজরাত টাইটান্সের হয়েও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও হার্দিক পান্ডিয়া সেরা পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটাই দেখার।
মুম্বই ইন্ডিয়ান্সের বহু ভাল পারফরম্যান্স রয়েছে হার্দিক পান্ডিয়ার। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। সেখানেই তাঁর ব্যাট থেকে এসেছে ১৪৭৬ রান। ৪টি অর্ধশতরান করার পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে হার্দিক পান্ডিয়ার ঝুলিতে রয়েছে ৪টি অর্ধশতরান। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪২টি উইকেটও রয়েছে হার্দিক পান্ডিয়ার। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এখনও পর্যন্ত সেঞ্চুরী নেই হার্দিকের। সেটাই এবার হয় কিনা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।










