নতুন মরসুম সুরু হওয়ার বড় চমক গুজরাত টাইটান্সের। আসন্ন আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সের অধিনায়কের দায়িত্বে শুভমন গিল। সোমবারই সেই সিদ্ধান্ত ঘোষণা করে দিল গুজরাত টাইটান্স। গুজরাত থেকে ফের মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। সেই জায়গাতেই এবার গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে শুভমন গিলেন নাম ঘোষণা করল গুজরাত টাইটান্স। শেষ দুই বছর ধরে গুজরাত টাইটান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুজরাত টাইটান্স।
গতবাের আইপিএলেও ফাইনালে পৌঁছেছিল গুজরাত টাইটান্স। সেই সাফল্য়ের পিছনে গুজরাত টাইটান্সের অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই তারকা ক্রিকেটার। শেষবারের আইপিএলের মঞ্চে সর্বোচ্চ রানের মাবিকও ছিলেন এই তারকা ক্রিকেটার। দিও শেষপর্যন্ত ফাইনাে জিততে পারেনি গুজরাত টাইটান্স। এবার শুভমন গিলের ওপরই গুজরাত টাইটান্সের অধিনায়কের ভার উঠল। তাঁর হাত ধরে গুজরাত তাদের সাফল্যের ধারা আইপিএলের মঞ্চে বজায় রাখতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। সোমবারই শুভমন গিলের নাম ঘোষণা করা হয়েছে গুজরাত টাইটান্সের তরফে।
গতবারের আইপিএলে ৮৯০ রান করেছিলেন শুভমন গিল
আগামী ডিসেম্বরে আইপিএলের মিনি নিলাম। তার আগে থেকেই শুরু হয়েছিল এক নতুন জল্পনা। সেই থেকেই শোনাযাচ্ছিল যে আবারও নাকি গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়া। রবিবার এই ঘটনা নিয়েই সরগরম ছিল গোটা ক্রিকেট মহল। যদিও সেদিন চূড়ানিত সিদ্ধান্ত জানা যায়নি। অবশেষে সোমবারই সেই খবরে শিলমোহর পড়ল। গুজরাত টাইটান্স ছেড়ে ফের মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন হার্দিক পান্ডিয়া। সেই জায়গাতেইউ নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে খুব একটা বেশী দেরী করল না গুজরাত টাইটান্স।
সোমবারই সোশ্যাল মিডিয়ায় শুভম গিলকে তাদের আগামী মরসুমের জন্য অধিনায়ক হিসাবে ঘোষণা করল গুজরাত টাইটান্স। ২০২২ সালেই গুজরাত টাইটান্সে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকে সাফল্যের সঙ্গেই পথ চলা শুরু করেছিলেন তিনি। তবে এখনও পর্যন্ত ২০২৩ সালের আইপিএলেই কেরিয়ারে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। এই বছরে ১৭ ম্যাচ খেলে ৮৯০ রান করেছিলেন শুভমন গিল। আইপিএলের মঞ্চে এক মরসুমে সর্বোচ্চ রানের রেকর্ডের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
এবার সেই শুভমন গিলকেই দেখা যেতে চলেছে এক নতুন ভূমিকায়। শুভমন গিল জানিয়েছেন, গুজরাত টাইটান্সের অধিনায়কত্ব পাওয়ার জন্য আমি গর্বিত এবং আপ্লুত। আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি কৃতজ্ঞ। শেষ দুটো মরসুম আমদের অসাধারণ গিয়েছে। সেই ধারাই বজায় রাখার চেষ্টা করব।










