অধিনায়ক না হলেও এখনও রোহিত শর্মাই মুম্বই ইন্ডিয়ান্সের ভরসা, বার্তা মহেলা জয়বর্দনের
আপডেট করা – Dec 20, 2023 12:46 pm
আইপিএলের নিলাম সুরু হওয়ার আগেই সবচেয়ে বড় চমকটা দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে সরিয়ে আসন্ন মরসুমের আগে হার্দিক পান্ডিয়াকে নতুন অধিমায়ক হিসাবে ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই থেকেই নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। একইসঙ্গে নানান প্রশ্নও উঠতে শুরু করেছে। কবে কী রোহিত শর্মার গুরুত্ব মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে কমে গিয়েছে। এমন নানান প্রশ্নই শোনাযাচ্ছিল। শেষপর্যন্ত সই বিষয় নিয়েই মুখ খুলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর মহেলা জয়বর্দনে।
তারা হার্দিক পান্ডিয়াকে অধিনায়কের পদে বসালেও, তাঁর গুরুত্ব যে আগের মতোই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে তা বলতে কোনও দ্বিধা নেই প্রাক্তন এই তারকা ক্রিকেটারের। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এই মুহূর্তে সবচেয়ে অভুজ্ঞ ক্রিকেটারের তকরমা রয়েছে রোহিত শর্মার গায়ে। নেতৃত্বে না থাকলেও, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যে তিনি পালন করবেন তা বলতে কোনওরকম দ্বিধা নেই শ্রীলঙ্কার এই প্রাক্তন তারকা ক্রিকেটারের। গতবার রোহিত শর্মার নেতৃত্বই প্লে অফে পৌঁছেছিল মুম্বই ইন্ডিয়ান্স।
রোহিত শর্মার নেতৃত্বেই ৫ বার আঈইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স
এবারের আইপিএল মিনি নিলামের আগেই গুজরাত টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে দলে তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই থেকেই তাঁকে ঘিরে নানান জল্পনা শুরু হয়েছিল। এরপর সেই জল্পনাই সত্যি হয়েছিল। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকেই ্ধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হলেও দলের স্বার্থে যে কলেই সবটা বুঝে গিয়েছে তা মানতে কোনও দ্বিধা নেই মহেলা জয়বর্দনের। তাঁর মতে রোহিত আগেও যেমন পারফরম্যান্স দেখিয়েছেন, এবারও তেমনটাই পারফরম্যান্স দেখাবেন তিনি।
এই প্রসঙ্গে মহেলা জয়বর্দনে জানিয়েছেন, “এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা আমাদের ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনা করেছি। এটা একটা কটিন সিদ্ধান্ত হলেও সেটয়া আমাদের নিতেই হত। সত্যি কথা বলতে কী এটা যেমন কঠিন একটা সিদ্ধান্ত ছিল, তেমনই ছিল আবেগপ্রবন। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে থাকা সকলেই জানেন যে একজন খেলোয়াড়কে আমরা কতটা এগিয়ে দেই এবং প্রতিটা মুহূর্তেই সেটা করে চলব আমরা”।
গত মঙ্গলবার শেষ হয়েছে এবারের আইপিএলের মিনি নিলাম। নিলামের মঞ্চে অবশ্য সেভাবে কোনও চমক এবার দেয়নি মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের আগেই তো হার্দিককে দলে তুলে নিয়েছিল তারা। এদিনের নিবামে অবশ্য তারা জেসন বেহরেনডর্ফকে দলে তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। শেষপর্যন্ত আইপিএলের মঞ্চে তারা ফের সাফল্যের রাস্তায় হাঁটতে পারে কিনা সেটাই দেখার।










