আইপিএলের নিলাম তালিকার ঘোষণা, ২ কোটির তালিকায় স্টার্ক, ট্রেভিস হেড-রা

ডিসে. 12, 2023

Spread the love
IPL Trophy. (Photo Source: IPL/BCCI)

আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে হতে চলেছে এবারের আইপিএলের মিনি নিলাম। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই আইপিএলের মঞ্চই যে প্রতিটি ক্রিকেটারের কাছে প্রস্তুতির প্রধান মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না। সেই মিনি নিলাম সুরু হওয়ার আগেই ঘোষণা হয়ে গেল আইপিএল ২০২৪ সলের জন্য নিলামের সমস্ত তথ্য।  এবারের আইপিএলের নিলামে অংশগ্রহন করতে চলেছে ৩৩৩ জন ক্রিকেটার। বিসিসিআইয়ের তরফে এই তালিকা প্রকাশ করার পর থেকেই যে আইপরিএল ঘিরে উত্তেজনবার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।

এবারের নিবামে অংশগ্রহন করছে ৩৩৩ জন ক্রিকেটার। সেখানেই দেশীয় ক্রিকেটারদের সঙ্গে বিদেশী ক্রিকেটাররাও রয়েছেন। সব মিলিয়ে  এবার মোট ৭৭জন ক্রিকেটার নেওয়ার জায়গা রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এই ৩৩৩ জনের মদ্যে থেকেই নিলবামে বেছে নিতে হবে তাদের। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি যে এখন থেকেই ঘর গোছানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি গুলোর কাছে কাছে রয়েছে ২৬২.৯৫ কোটি টাকা।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজির হাতে যে অর্থ রয়েছে

চেন্নাইউ সুপার কিংস – ৩১.৪ কোটি

দিল্লি ক্যাপিটালস – ২৮.৯৫ কোটি

গুজরাত টাইটান্স – ৩৮.১৫ কোটি

কলকাতা নাইট রাইডার্স – ৩২.৭ কোটি

লখনউ সুপার জায়ান্টস – ১৩.১৫ কোটি

মুম্বই ইন্ডিয়ান্স – ১৭.৭৫ কোটি

পঞ্জাব কিংস – ২৯.১ কোটি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ২৩.২৫ কোটি

রাজস্থান রয়্যালস – ১৪.৫ কোটি

সানরাইজার্স হায়দরাবাদ – ৩৪ কোটি

২ কোটি টাকা ন্যূনতম মূল্য হয়েছে যাদের

এবারের আইপিএলের নিলামে ২৩ জন ক্রিকেটারের ন্যূনতম মূল্য নির্ধারিত রয়েছে ২ কোটি টাকা। সেখানেই রয়েছেন ২০ জন বিদেশী ক্রিকেটার। সেখানেই উল্লেখযোগ্য নাম হল হ্যারি ব্রুক, মিচেল স্টার্কত এবং প্যাট কামিন্সদের মচতো তারকা ক্রিকেটাররা। গত দুই মরসিুমে মিচেল স্টার্ককে আইপিএলের মঞ্চে দেখা যায়নি। এবার খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজেদের সর্বোচ্চ ন্যূনতম মূল্যের জায়গাতেই রেখেছেন এই তারকা ক্রিকেটাররা। ভারতীয় দলের মধ্যে এই তালিকায় রয়েছেন হর্ষল পটেল, শার্দূল ঠাকুর ও উমেশ যাদব। যদিও রাচিন রবীন্দ্রর মতো ক্রিকেটার অবশ্য তাঁকে এই তালিকায় রাখেননি। তাঁর ন্যূনতম মূল্য রয়েছে ৫০ লক্ষ টাকা।

আইপিএল ২০২৪ নিলামের বিবরণ

নথিভুক্ত ক্রিকেটার – ৩৩৩

ভেন্যু – দুবাই, কোকা কোলা এরিনা

তারিখ – ১৯ ডিসেম্বর, দুপুর ২.৩০ (ভারতীয় সময়)

ভারতীয় ক্রিকেটার – ২১৪

বিদেশী ক্রিকেটার – ১১৯

ক্যাপড ক্রিকেটার – ১১৬

আনক্যাপড ক্রিকেটার – ২১৫

অ্যাসোসিয়েট নেশন ক্রিকেটার – ২

ভারতীয় স্লট – ৪৭

বিদেশী স্লট – ৩০

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador