গতবছরের শেষ থেকে মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। ভয়ঙ্কর গাড়ী দূর্ঘটনার কবলে পড়ে এখনও পর্যন্ত মাঠে ফিরতে পারেননি তিনি। তবে শোনাযাচ্ছে যে আসন্ন আইপিএলের মঞ্চ দিয়েই নাকি ফের প্রত্যাবর্তন হতে পারে ঋষভ পন্থের। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে ফের একবার দেখা যেতে পারে তাঁকে। যদিও এখনও পর্যন্ত কোনওকিছুই চূড়ান্ত হয়নি। এরইমাঝে অবশ্য শুরু হয়েছে নতুন জল্পনা। আসন্ন আইপিএলের নিলামে নাকি সশরীরে উপস্থিত থাকতে পারেন ঋষভ পন্থ। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
আগামী ১৯ ডিসেম্বর হতে চলেছে আসন্ন আইপিএলের মিনি নিলাম। সেখানেই শোনাযাচ্ছে দিল্লি ক্যাপিটালসের টেবিলে দেখা যেতে পারে তাদের অধিনৈায়ক ঋষভ পন্থকে। আন্তর্জাতিক ম্যাচ থাকার ফলে নিলামে অন্যান্য কোনও দলের অধিনায়করাই উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। রিকি পন্টিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যেতে পারে তাঁকে। এই খবর যে ঋষভ পন্থের মাঠে ফেরারই একটা ইঙ্গিত তা বলাই বাহুল্য।
গতবছর গাড়ডী দূর্ঘটনার জেরে মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ
গতবছরের শেষেই চোট গুরুতর গাড়ী দূর্ঘটনার কবলে পড়ে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এরপর থেকেই আর মাঠে দেখা যায়নি এই তাকা ক্রিকেটারকে। বহুদিন ধরেই অবশ্য এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন এই তারকা ক্রিকেটার। এসবের মাঝেই কলকাতায় এসেছিলেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই শুরু হয়ে গিয়ছিল নানান জল্পনা। তবে কী আসন্ন আইপিএলের মঞ্চেই দেখা যেতে চলেছে ঋষভ পন্থকে। এমন জল্পনার মাঝেই এবার ঋষভ পন্থ উপস্থিত থাকতে পারেন আইপিএলের মিনি নিলামে।
আগামী আইপিএলের আগে সবচেয়ে বেশী ক্রিকেটার ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। শেষ মরসুমটা তাদের একেবারেই ভাল যায়নি। ৯ নম্বরেই থামতে হয়েছিল দিল্লি ক্যাপিটালস। শেষবার ঋষভ পন্থ খেলতে পারেনি তাদের হয়ে। ডেভিড ওয়ার্নারের কাঁধে ছিল নেতৃত্বের ভার। এবার ঋষভ পন্থ ফিরলে যে তিনিই ফের অধিনায়ক হবেন তা বলার অপেক্ষা রাখে না। আইপিএলের নিলামে ঋষভ পন্থ উপস্থিত হলে যে সেটা তাঁর ফেরারই একটা ইঙ্গিত হবে তাও স্পষ্ট।
এনসিএতে এখন জোরকদমে রিহ্যাব চালাচ্ছেন ঋষভ পন্থ। বেশ কয়েকদিন আগে থেকেই ক্রাচের ভরসা ছাড়া হাঁটা শুরু করেছিলেন ঋষভ পন্থ। কয়েকদিন আগেই তাঁর জিম সেশনের একটি ভিডিও সকলের সামনে এসেছিল। শুধু তাই নয় হাল্কা ব্যাটিংও নাকি করতে পারছেন তিনি। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের পরিকল্পনায় রয়েছেন ঋষভ পন্থ। শোনাযাচ্ছে নির্ধারিত সময়ের আগেই সেরে উঠতে পারেন ঋষভ পন্থ।










