This content has been archived. It may no longer be relevant
২৮শে মে, রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ফাইনাল ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স (জিটি) এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (সিএসকে) একে অপরের মুখোমুখি হবে। এই দুটি দল এখনও পর্যন্ত চারবার একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে ৩ বার জয় পেয়েছে জিটি এবং ১ বার জয় পেয়েছে সিএসকে। তবে এমএস ধোনির নেতৃত্বাধীন দল অনেক বড় মঞ্চে এই জয়টি পেয়েছিল। এই মরসুমের প্লেঅফসের প্ৰথম ম্যাচে এমএস ধোনির নেতৃত্বাধীন দল ১৫ রানে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলকে পরাজিত করেছিল। তবে সেটি ছিল সিএসকের ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়াম এবং ফাইনাল ম্যাচটি জিটির ঘরের মাঠে হবে।
গুজরাট টাইটান্স ১৪ ম্যাচে ২০ পয়েন্টের সাথে এই মরসুমের পয়েন্ট তালিকায় প্ৰথম স্থানে শেষ করেছিল। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস ১৪ ম্যাচে ১৭ পয়েন্টের সাথে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেছিল। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ফাইনাল খেলেছে সিএসকে। এটি হল তাদের দশম ফাইনাল। এর আগের নয়টি ফাইনালে মধ্যে চারটি ফাইনালে তারা জিতেছে অর্থাৎ তারা চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, গত মরসুমে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল জিটি। তারা উদ্বোধনী মরসুমেই ট্রফি জিতে নিয়েছিল। এই মরসুমে ট্রফি জেতা থেকে তারা মাত্র এক ধাপ দূরে রয়েছে। আইপিএলের ইতিহাসে শুধুমাত্র চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স পরপর দুইবার ট্রফি জিতেছিল। এই মরসুমটি যদি জিটি জিততে পারে তবে সিএসকে ও এমআইয়ের পাশে তাদের নাম যুক্ত হবে।
গুজরাট টাইটান্স কোয়ালিফায়ার ২-এ পাঁচবারের আইপিএল শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। এই মুহূর্তে অরেঞ্জ এবং পার্পেল ক্যাপ যথাক্রমে জিটির দুই খেলোয়াড় শুভমন গিল এবং মহম্মদ শামির কাছে রয়েছে।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ রিপোর্ট
নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ব্যাটারদের স্বর্গ বলা যেতে পারে। এই পিচে বোলাররা তেমন একটা সুবিধা পান না। এখানে পেসার এবং স্পিনার উভয়কেই অনেক চিন্তাভাবনা করে বোলিং করতে হবে। এই পিচে ১৮০-এর বেশি রান ভালো রান হিসেবে গণ্য হবে। টসজয়ী দল প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে, কারণ দ্বিতীয় ইনিংসে শিশির বোলারদের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে।










