আর ২৪ ঘন্টা পরই দুবাইয়ে হতে চলেছে আসন্ন আইপিএলের মিনি নিলাম। সেই নিবাম নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। কোন দল কী চমক দেয় সেই ঘটনা দেখার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সব মিলিয়ে প্রায় ৩৩৩ জন ক্রিকেটার উঠবেন নিলামের মঞ্চে। সেখানেই শেষপর্যন্ত সর্বোচ্চ দামে কোন ক্রিকেটার বিক্রি হন, সেদিকে যেমন তাকিয়ে রয়েছেম সকলে। তেমনই সকলে তাকিয়ে রয়েছেন সর্বোচ্চ কম দামে কোন ক্রিকেটার দল পাচ্ছেন। একইসঙ্গে অবাছাই ক্রিকেটারদের দিকেও নজর রয়েছে সকলের।
এবারের াইপিএলের মঞ্চেই ফের একবার দেখা যেতে চলেছে প্যাট কমিন্স, মিটেল স্টার্তদের মতো তারকা ক্রিকেটারদের। এছাড়াও ভারতীয় তারকা ক্রিকেটাররাও রয়েছেন এই তালিকায়। ২ কোটি টাকার ন্যূনতম মূল্যের তালিকায় এবার রয়েছে তিনজন ভারতীয় ক্রিকেটার। একইসঙ্গে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটারও সেই তালিকাতে।
আইপিএল ২০২৪ নিলাম লাইভ সম্প্রচার
আইপিএল ২০২৪ সালের নিলামের টিভি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটয়ার্কে। তবে লাইভ যদি কম্পিউটার, ল্যাপটপ কিংবা ফোনে দেখতে হয় নিলামের সম্প্রচার। তবে জিও সিনেমাতেই দেখা যাবে এই নিলাম।
আইপিএলের নিলাম শুরু হওয়ার সময়
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১ টা থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএলের নিলামের সম্প্রচার।
আইপিএলের নিলামে ক্রিকেটারদের সংখ্যা
এবারের আইপিএলের নিলামের জন্য ৩৩৩ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। সেখানে থেকেই ১০টি ফ্র্যাঞ্চাইজি বেছে নেবেন তাদের পছন্দের ক্রিকেটার। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ৭৭টি জায়গা ফাকা রয়েছে। যাদের মধ্যে সবচেয়ে বেশী জায়গা রয়েছে কলকাতা নাইট রাইডার্সে। ১২ জন ক্রিকেটার এবার ছেড়ে দিয়েছে তারা।
আইপিএলের নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির হতে থাকা টাকা
চেন্নাই সুপার কিংস – ৩১.৪ কোটি টাকা
দিল্লি ক্যাপিটালস – ২৮.৯৫ কোটি টাকা
গুজরাত টাইটান্স – ৩৮.১৫ কোটি টাকা
কলকাতা নাইট রাইডার্স – ৩২.৭ কোটি টাকা
লখনউ সুপার জায়ান্টস – ১৩.১৫ কোটি টাকা
মুম্বই ইন্ডিয়ান্স – ১৭.১৫ কোটি টাকা
পঞ্জাব কিংস – ২৯.১ কোটি টাকা
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ২৩.২৫ কোটি টাকা
রাজস্থ্যান রয়্যালস – ১৪.৫ কোটি টাকা
সানরাইজার্স হায়দরাবাদ – ৩৪ কোটি টাকা
১৯ ডিসেম্বর দুবাইয়ে হতে চলেছে আসন্ন আইপিএলের মিনি নিলাম। সেই অনুষ্ঠান নয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শেষপর্যন্ত কোন ফ্র্যাঞ্চাইজি বাজিমাত করে সেটাই দেখার।










