গত মরসুমেই নেতৃত্বের ইঙ্গিত ধোনির থেকে পেয়েছিলেন, জানালেন রুতুরাজ গায়কোয়াড়

মার্চ 22, 2024

No tags for this post.
Spread the love

গত মরসুমেই নেতৃত্বের ইঙ্গিত ধোনির থেকে পেয়েছিলেন, জানালেন রুতুরাজ গায়কোয়াড়

Ruturaj Gaikwad. ( Image Source: twitter )

গত বৃহস্পতিবারই আইপিএলের মঞ্চে সকলকে চমকে দিয়েছেন এমএস ধোনি। এবারের আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। আইপিএল শুরু হওয়ার ২৪ ঘন্টা আগেই নেতৃত্বের ব্যাটন এই তরুণ ক্রিকেটারের ওপর তুলে দিয়েছিলেন তিনি। ধোনির সিদ্ধান্ত কার্যত আলোরন তৈরি করেছিল ভারতীয় ক্রিকেট মহলে। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরই নাকি রুতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্বের ভার নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এমএস ধোনি। উদ্বোধনী ম্যাচের আগেই সেই কথা সকলের প্রকাশ্যে আনলেন রুতুরাজ গায়কোয়াড়।

রুতুরাজ গায়কোয়াড় জানিয়েছেন, “আমার মনে হয় না যে আমার খুব একটা কিছু বদলের প্রয়োজন রয়েছে। গতবার মাহি ভাই নিজেই আমাকে নেতৃত্ব নিয়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন। সেই সময় থেকেই আমাকে তিনি প্রস্তুত থাকার কটা ইঙ্গিত দিয়েছিলেন। এটা কোনওরকম চমক হিসাবে আসুক সেটা চাননি তিনি। সেই কারণেই আমরা সকলে যখন শিবিরে যোগ দিয়েছিলাম, সেই সময় থেকেই প্রস্তুতিতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি”।

গতবারের আইপিএলের মঞ্চে ৫৯০ রান করেছিলেন রুতুরাজ গায়কোয়াড়

২০২২ সালেও আইপিএল শুরু হওয়ার আগে সকলকে চমকে দিয়েছিলেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। হঠাত্ই চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই জায়গাতেই রবীন্দ্র জাদেজার ওপর দায়িত্ব তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু ২০২২ সালের আইরপিএলের চূড়ান্ত ব্যর্থ হয়েছিল চেন্নাই সুপার কিংস। শেষমুহূর্তে রবীন্দ্র জাদেজার থেকে আবারও সেই দায়িত্ব ফিরে গিয়েছিল এমএস ধোনির কাঁধেই। এবারও আইপিএল শুরু হওয়ার আগে ধোনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক এখন রুতুরাজ গায়কোয়াড়।

২০১৯ সাল থেকে চেন্নাই সুুপার কিংস শিবিরের সঙ্গে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সিপার কিংসের জার্সিতে বরাবরই নিজের ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে এসেছেন এই তরুণ ক্রিকেটার। ২০২৩ সালেও ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছিলেন তিনি। সেখানে ১৬ ম্যাচ খেলে ৫৯০ রান করেছিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। গত মরসুম থেকেই তাঁর নেতৃত্বের দক্ষতা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল।

প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। এবার এক নতুন অধিনায়কের হাত ধরে যাত্রা শুরু করতে চলেছে চেন্নাই সুপার কিংস। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8