আসন্ন মরসুমের আগেই কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারের নাম ঘোষণা করে দিয়েছে। একইসঙগে গতবারের অধিনায়ক নীতিশ রানাকে শর্েয়স আইয়ারের ডেপুটি হিসাবে নিয়ুক্ত করেছে তারা। এই সিদ্ধান্তের পরই শ্রেয়স আইয়ার ও নীতিশ রানাকে শুভেচ্ছা্ জানালেন কলকাতা নািট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। এই দুই ক্রিকেটারের অনুপস্থিতিতে নাইট রাইডার্সের নেতৃত্বে আরও বেশী মজবুত হবে বলেই মনে করছেন গৌতম গম্ভীর। বৃহস্পতিবারই শ্রেয়স আইয়ারের নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স।
এবারের বিশ্বকাপের মঞ্চেই চোট সারিয়ে ফিরেছিলেন শ্রেয়স আইয়ার। বিরাট কোহলি, সোকেশ রাহুলের পাশাপাসি ভারতীয় দলের হয়ে অন্যতম সেরা পারফর্মার ছিলেন শ্রেয়স আইয়ার। অবশেষে আসন্ন আইপিএলের মঞ্চেও তাঁকেই দেখা যেতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের শিবিরের। একইসঙ্গে ফের তাঁর কাঁধে তুসলে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। বৃহস্পতিবারই সেই সিদ্ধান্তের কতা ঘোষণা করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের তরফে। ফের একবার কলকাতা নাইট রাইডার্সে হয়ে নামার জন্য মরিয়ে হয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁকে ফের অঘিনায়কের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আপ্লুত শ্রেয়স আইয়ার।
অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার এবং সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নীতিশ রানা
২০২৩ সালে বর্ডার গাভা্সকর ট্রফির সময়ই চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। এরপরই ছিটকে গিয়েছিলেনভাতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেই সময় তাঁর আইপিএলে ফেরার একটা গুঞ্জন শোনা গেলেও বিশ্বকাপের কথা মাথায় রেখে শ্রেয়স আইয়ারকে নিয়ে তাড়হুড়ো না করার পথেই হেঁটেছিল বিসিসিআই। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে সেবার নীতিশ রানার ওপরই উঠেছিল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব। অবশেষে চোট সারিয়ে ফেরার পর সেই শ্রেয়স আইয়ারকেই তাঁর দায়িত্ব ফিরিয়ে জদেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেমিপাইনালের মঞ্চে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। কলকাতা নাইট রাইডার্সে তাঁর প্রত্যাবর্তন যে তাদের আত্মবিশ্বাস বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। শ্রেয়সের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন খোদ গৌতম গম্ভীরও। টুইট করেই শ্রেয়স আইয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
গতবারের আইপিএলে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাই রাই়ডার্স। লিগ পর্ব চপকাতে পারেনি তারা। নীতিশ রানার নেতৃত্ব নিয়েও নানান কথাবার্তা শোনা গিয়েছিল। এবার তাদেরই মেন্টরের দায়িত্বে রয়েছেন গৌতম গম্ভীর। একইসঙ্গে নেতৃত্বে ফিরেছেন শ্রেয়স আইয়ার। শেষপর্যন্ত কলকাতা নাইট রাইডার্স সাফল্য পায় কিনা সেটাই দেখার।










