নিলাম টেবিলে থাকা নিয়ে উচ্ছ্বসিত ঋষভ পন্থ

ডিসে. 19, 2023

Spread the love
Rishabh Pant. (Image Source: IPL/BCCI)

চোটের জন্য দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। সবকিছু ঠিকঠাক চললে এবারের আইপিএল দিয়েই মাঠে ফিরতে পারেন এই তারকা ক্রিকেটার। তার আগেই অবশ্য আইপিএলের মঞ্চে দেখা যেতে চলেছে ঋষভ পন্থকে। মঙ্গলবার সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের নিলাম টেবিল উপস্থিত থাকবেন ঋষভ পন্থ। আর তাতেই উচ্ছ্বসিত ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। নিলামের মঞ্চে এই প্রথমবার সবকিছু সামনে থেকে দেখার অভিজ্ঞতা হবে তাঁর। সেখানেই উপস্থিত হওয়ার জন্য উচ্ছ্বসিত হয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটার।

আইপিএলের মিনি নিলাম নিয়ে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে। সেখানেই শেষপর্যন্ত কোন দল বাজিমাত করে তা তো সময়ই বলবে। সেই নিয়ে নানান হিসাব নিকাশ চলচে ক্রিকেট মহলে। সেই নিলামের মঞ্চেই উপস্থিত থাকতে চলেছেন ঋষভ পন্থ। সেখানে বসার জন্যই উচ্ছ্বসিত হয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটা। একইসঙ্গে এটাই যে ঋষভ পন্থের মাঠে ফেরারও একটা ইঙ্গিত তা বলার অপেক্ষা রাখে না। একমাত্র অধনায়ক হিসাবে এবার তিনিই আইপিএলের নিলামে উপস্থিত থাকতে চলেছেন।

গাড়ী দূর্ঘটনার জন্য মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ

এই প্রসঙ্গে ঋষভ পন্থ জানিয়েছেন, উত্তেজনা এমন একটা জিনিস যাকে সবসময়ই আমি নিয়ন্ত্রন করতে চাই। কারণ যখনই নতুন কিছু করতে যাই সেঅই সময় বাড়তি উত্তেজনাটা থাকাটা স্বাভাবিক। এটাই আমার প্রথমবার। এখান থেকেও আমি অনেক কিছু শিখতে চাই। কারণ এখানে যেটাই হতে চলেছে সেটা যথেষ্ট আকর্ষণীয় হবে। কারণ এই সম্বন্ধে সেভাবে আমার কোনও ধারণা নেই। বহু মানুষ এর আগে এখানে থেকেছেন। কিন্তু এই অংশ হতে পেরে আমার ভালই লাগছে।

আগামী আইপিএলের আগে সবচেয়ে বেশী ক্রিকেটার ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। শেষ মরসুমটা তাদের একেবারেই ভাল যায়নি। ৯ নম্বরেই থামতে হয়েছিল দিল্লি ক্যাপিটালস। শেষবার ঋষভ পন্থ খেলতে পারেনি তাদের হয়ে। ডেভিড ওয়ার্নারের কাঁধে ছিল নেতৃত্বের ভার। এবার ঋষভ পন্থ ফিরলে যে তিনিই ফের অধিনায়ক হবেন তা বলার অপেক্ষা রাখে না। আইপিএলের নিলামে ঋষভ পন্থ উপস্থিত হলে যে সেটা তাঁর ফেরারই একটা ইঙ্গিত হবে তাও স্পষ্ট।

এনসিএতে এখন জোরকদমে রিহ্যাব চালাচ্ছেন ঋষভ পন্থ। বেশ কয়েকদিন আগে থেকেই ক্রাচের ভরসা ছাড়া হাঁটা শুরু করেছিলেন ঋষভ পন্থ। কয়েকদিন আগেই তাঁর জিম সেশনের একটি ভিডিও সকলের সামনে এসেছিল। শুধু তাই নয় হাল্কা ব্যাটিংও নাকি করতে পারছেন তিনি। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের পরিকল্পনায় রয়েছেন ঋষভ পন্থ। শোনাযাচ্ছে নির্ধারিত সময়ের আগেই সেরে উঠতে পারেন ঋষভ পন্থ।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador