ভবিষ্যতে গুজরাত টাইটান্সের অধিনায়ক হতে পারেন শুভমন গিল, মত বিক্রম সোলাঙ্কির

মার্চ 23, 2023

Spread the love

This content has been archived. It may no longer be relevant

ভবিষ্যতে গুজরাত টাইটান্সের অধিনায়ক হতে পারেন শুভমন গিল, মত বিক্রম সোলাঙ্কির

Shubman Gill and Hardik Pandya. (Source: IPL/BCCI)

এখনই অবশ্য এই ধরণের কোনও ভাবনা নেই। কিন্তু ভবিষ্যতে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে গুজরাত টাইটান্সের অধিনায়ক যে শুভমন গিল হতে পারেন, সেই ইঙ্গিত কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে। গুজরাত টাইটা্ন্সের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কির মন্তব্যের ইঙ্গিত কিন্তু তেমনই। শুভমন গিলের পারফরম্যান্সে আপ্লুত এই মুহূর্তে সকলে। প্রাক্তন থেকে বিশেষজ্ঞ সকলেই শুভমন গিলের প্রশংসায় মেতেছেন। এবার সেই শুভমন গিলকেই বিরাট সার্টিফিকেট দিলেন গুজরাত টাইটান্সের ক্রিকেট ডিরেক্টর।

নতুন বছরে দেশের জার্সিতে দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। এই বছরে ভারতীয় দলের জার্সিতে যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন তিনি। শুধুমাত্র তাই নয়, আইপিএলের মঞ্চেও যথেষ্ট সফল হয়েছেন শুভমন গিল। গতবছর আইপিএলের মঞ্চে হার্দিক পান্ডিয়ার পরেই রানের নীরিখে ছিলেন শুভমন গিল। এবার সেই শুভমন গিলকেই নিয়েই বিরাট বার্তা দিলেন গুজরাত টাইটান্সের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কী। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে গুজরাত জায়ান্টসের ভবিষ্যত্ অধিনায়ক হিসাবে এগিয়ে রাখছেন শুভমন গিলকে।

গত মরসুমে ৪৮৩ রান করেছিলেন শুভমন গিল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া একদিনের সিরিজে সেভাবে নিজের পারফর্মযান্স দেখাতে পারেননি শুভমন গিল। কিন্তু টেস্টের মঞ্চে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। শুধুমাত্র তাই নয় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। এছাড়া সেই একই ইনিংসে তাঁর ব্যাটে এসেছিল সেঞ্চুরী ইনিংসও। শুভমন গিলের এমন পারফম্যান্স েদেখার পর থেকেই আপ্লুত হয়েছেন ভারতীয় গুজরাত জায়ান্টসের  ক্রিকেট ডিরেক্টর।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “শুভমন গিল ভবিষ্যতের অধিনায়ক হতে পারেন কিনা তা নিয়ে আমি কী ভাবছি? আমার মতে অবশ্যই হতে পারেন তিনি। যদিও এখনই এসব নিয়ে ভাবার কোনও মানে নেই। বিশেষ করে এই মুহূর্তে ভাবনার কোনো গুরুত্ব নেই। শুভমন গিলের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা দক্ষতা রয়েছে। বিশেষ করে এই মুহূর্তে তিনি যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ট্যালেন্ট এই মুহূর্তে তিনি”।

গতবছর আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। গুজরাতের হয়ে শেষ মরসুমে ৪৮৩ রান করেছিলেন শুভমন গিল। শুধুমাত্র তাই নয় তাঁর ঝুলিতে ছিল চারটি অর্ধশতরানও। এবারও সেই ঝলক তাঁর ব্যাট থেকে দেখা যায় কিনা সেটাই দেখার।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador