আইপিএলের মিনি নিলাম শুরু হওয়ার আগে থেকেই একটা জল্পনা তুঙ্গে পৌঁছেছে। শোনাযাচ্ছে এবার গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যেতে চলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। আগামী আইপিএলের আগে এটাই যে সবচেয়ে বড় চমক হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এই পরিস্থিতি প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডেভিলিয়র্স। তাঁর মতে হর্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে এলে তাঁর বাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেবেন রোহিত শর্মা।
আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সের নেতৃত্বের ভূমিকায় সাফল্যের সঙ্গে এগিয়ে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স থেকে ২০২২ সালেই হগুজরাত টাইটান্সে গিয়েছিলেন তিনি। দুই বছর পর ফের একবার হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার জল্পনা শুরু হয়েছে। শোনাযাচ্ছে তাঁর সঙ্গে নাি কথাবার্তাও অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। এমন পরিস্থিতিতেই এবি ডেভিলিয়র্স আশায় বুক বেঁধেছেন। তাঁর মতে রোহিত শর্মা নেতৃত্বের ভার হার্দিকের কাঁধে তুে দেবেন বলেই এমন ভাবনা।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথমবারই আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স
এবি ডেভিলিয়র্স জানিয়েছেন, আমার নিজের মনে হচ্ছে যে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দিতে চলেছেন। ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার ফলে রোহিত র্মার কাঁধে অনেক বেশী ভার পড়ে যাচ্ছে। তাঁকে দায়িত্বও অনেক বেশী নিতে হচ্ছে। আমার মনে হয় হয়ত এই কারণেই এমন একটা পদক্ষেপ হতে চলেছে।
২০১৫ সালে এই মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই যাত্রা শুরু করেছিলেন। যদিও সেষ দুই মরসুম আইপিএলের গুডরাত টাইটান্স শিবিরে ছিলেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক হিসাবেই গুজরাত টাইটান্স শিবিরে ছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর হাত ধরে প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। মেগা নিলামে হার্দিক পান্ডিয়াকে ১৫ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিল গুজরাত টাইটান্স। সেই থেকেই আইপিএলের মঞ্চে নতুন দায়িত্বে সাফল্.য়ের সহ্গে এগিয়ে যেতে চলেছেন তিনি।
হার্দিক পান্ডিয়াকে ফের মুম্বই ইন্ডিয়ান্সে ফেরানোর রাস্তাটা যে খুব একটা সহজ নয় তা বলাই বাহুল্য। কারণ এঅই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সে হাতে রয়েছে ০.৫ কোটি টাকা। তবে নতুন নিলামের জন্ মুম্বই ইন্ডিয়ান্স আরও ৫ কোটি টাকা ব্যবহার করতে পারবে। কিন্তু সেখানে হার্দিক পান্ডিয়াকে নিতে হলে আরও একজন ক্রিকেটারকে মুম্বই ইন্ডিয়ান্সকে ছেড়ে দিতে হবে। আগামী ২৬ নভেম্বর বিকেল ৪টের সময় রিটেনশনের সময়সীমা শেষ হবে।










