গত শুক্রবারই আইপিএলের মঞ্চে বিরাট চমক দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে সরিয়ে আসন্ন মরসুমের আগেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই সিদ্ধান্ত দেখার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। রোহিত অনুরাগীরা যে এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারঠেন না তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে বহু মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরাও তাদের প্রিয় অধিনায়ককে সরিয়ে দেওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না। মাত্র এক দিনেই ইনস্টাগ্রামে ৪.৫ লক্ষ ফলোয়ার কমল মুম্বই ইন্ডিয়ান্সের।
প্রায় দুই মরসুম পর ফের মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে এসেছেন হার্দিক পান্ডিয়া। সেই থেকেই একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তবে কী এবার রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়ার মাথায় উঠতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের তকমা। কারণ মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার পর গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েছিলেন হার্দিক। সেই অনুমানই শেষপর্যন্ত সত্যি হয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া। আর তাতেই খানিকটা ক্ষুব্ধ মুম্বই ইন্ডিয়ান্সের বহু সমর্থক।
রোহিত শর্মার নেতৃত্বে ৫ বার আইপিএল ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্সের
চেন্নাই সুপার কিংসে যেমন এমএস ধোনিকে ছাড়া অধিনায়ক হিসাবে কাওকে ভাবতে পারেনন না সমর্থকরা। তেমনই মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের কাছেও রোহিত শর্মাই তাদের প্রকৃত অধিনায়ক। বহু সমর্থক যে শুধুমাত্র হিটম্যানের জন্যই মুম্বই ইন্ডিয়ান্সকে সমর্থন করেন তাও বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা মেনে নিতে পারছেন না তারা। আর সেই প্রভাবই পড়ল মুম্বই ইন্ডিয়ান্সের ইনস্টাগ্রাম প্রোফাইলে। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসাবে ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের ইনস্টাগ্রাম ফলোয়ার ৪.৫ লক্ষ কমে গিয়েছে। তা নিয়েও ক্রিকেট মহলে চলছে জোর জল্পনা।
এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে সফল অধিনায়কের নাম রোহিত শর্মা। তাঁর হাত ধরেই সর্বোচ্চ আইপিএল ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষবারও রোহিত শর্মার নেতৃত্বেই প্লেঅফে পৌঁছেছিল মুম্বই ব্রিগেড। কিন্তু আসন্ন মরসুম শুরু হওয়ার নতুন এক সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। তারকা অল রাউন্ডার হার্দিক পান্ডিয়ার হাতেই সেই দায়িত্ব তুলে দিয়েছে তারা।
হার্দিক পান্ডিয়ার হাত ধরে পরপর দুবার আইপিএল ফাইনালে পৌঁছেছিল গুজরাত টাইটান্স। যারমধ্যে প্রথমবারই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজপাত টাইটান্স। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।










