রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্তকে সমর্থন সঞ্জয় মঞ্জরেকরের
আপডেট করা – Dec 17, 2023 10:22 pm
এবারের আইপিএলের আগেই সবচেয়ে বড় চমকটা দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে সরিয়ে তাঁর জায়গায় মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হয়েছেন হা্দিক পান্ডিয়া। যা দেখার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে নানান আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। কিন্তু এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর কিন্তু এই ঘটনার মধ্যে ভুল কিছু দেখছেন না। বরং এই সিদ্ধান্তকে সমর্থনি করছেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে এই সিদ্ধান্তকে আবেগ দিয়ে একেবারেই বিচার করা ঠিক হবে না।
গত শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সিদ্ধান্ত দেখার পর থেকেই অনেকে হতবাক হয়ে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে ক্রিকেট মহল, শুরু হয়েছিল নানান কথাবার্তা। এই সিদ্ধান্তের সমালোচনাও হচ্ছিল বেশ। এমনকী এই ঘটনা ঘটার পরই এক দিনের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের ইনস্টাগ্রামের ফলোয়ার কমেছিল প্রায় সা়ড়ে চার লক্ষ। রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা কার্যত অনেক মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকই মেনে নিতে পারেননি।
আসন্ন আইপিএলে রোহিত শর্মার পরিবর্তে অধিনায়ক হার্দিক পান্ডিয়া
সেই পরিস্থিতিতেই এবার মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে এই সিদ্ধান্তকে একেবারেই আবেগ দিয়ে বিচার করা উচিত্ নয়। বরং এই সিদ্ধান্তকে সমর্থনই করছেন সঞ্জয় মঞ্জরেকর। স্টার স্পোর্টসে তিনি জানিয়েছেন, “রোহিত শর্মার সম্বন্ধে এই মুহূর্তে আবেগতাড়িত হয়ে ভাবলে চলবে না। আমার মনে হয় এটা একেবারেই সঠিক পদক্ষেপ। কারণ হার্দিক পান্ডিয়া নেতা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন এবং বাল রানের মধ্যে রয়েছেন। অর্থাত্ তিনি হলেন ফর্মে থাকা টি টোয়েন্টি অধিনায়ক ও ক্রিকেটার”।
২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স থেকে বিরাট টাকায় গুজরাত টাইটান্স শিবিরে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই বছরই প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএলের মঞ্চে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথমবারই কার্যত সকলকে চমকে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম আইপিএলেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। সেখানে নেতৃত্বে যেমন নজর কেড়েছিলেন, তেমনই নিজের পারফরম্যান্স দিয়েও সকলকে হতবাক করে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েও সেই সাফল্যের রাস্তায় তিনি এগিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার।
মুম্বই ইন্ডিয়ান্সের বহু ভাল পারফরম্যান্স রয়েছে হার্দিক পান্ডিয়ার। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। সেখানেই তাঁর ব্যাট থেকে এসেছে ১৪৭৬ রান। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে হার্দিক পান্ডিয়ার ঝুলিতে রয়েছে ৪টি অর্ধশতরান। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪২টি উইকেটও রয়েছে হার্দিক পান্ডিয়ার। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এখনও পর্যন্ত সেঞ্চুরী নেই হার্দিকের। সেটাই এবার হয় কিনা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।










