শিবিরে যোগদান করেই জয়ের বার্তা দিলেন বিরাট

মার্চ 19, 2024

Spread the love
Virat Kohli join RCB 2024 (Photo Source: X)

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে যোগদান করলেন তাঁদের অন্যতম তারকা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ২৪ ঘন্টা আগেই সেরার শিরোপা জিতে নিয়েছে তাঁদের মহিলা দল। প্রথমবার ট্রফি জয়ের আনন্দে ভিডিও কলে অংশ নেন বিরাট কোহলিও। সোমবার সমাজ মাধ্যমে বিরাটের আগমনের ছবি দিয়ে আরসিবি লেখে, ‘ড্যাডিজ হোম এবং তিনি আবারও শাসন করতে তৈরী। বিরাট কোহলির প্রত্যাবর্তন ঘটে গেছে। আমরা আর শান্ত থাকতে পারছি না।’ সমাজ মাধ্যমে তুলে ধরা আরসিবির সেই ভিডিওতে লক্ষ্য করা গেছে, দলের অত্যাধুনিক জিম দেখে অবাক হয়ে গিয়েছেন কোহলি। তিনি যথেষ্টই খুশি। তাঁর বিবৃতিতেও ধরা পড়েছে তাঁর বক্তব্যের ছায়া। তিনি এদিন বলেন, ‘ প্রত্যাবর্তনে খুবই খুশি হয়েছি। আইপিএলের আগে প্রত্যেকবার বেঙ্গালুরুতে আসা আমাকে আজও সমানভাবে উত্তেজিত করে। আবেগ ও অনুভূতি একই রকম রয়েছে। আমি তো খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি। আশা করি সমর্থকরাও খুব উত্তেজিত।’ তিনি এর সাথে আরো যোগ করেন, ‘ আমি বিগত দুই মাস সংবাদ মাধ্যমের সীমানার বাইরে ছিলাম। আবার নিজের পরিচিত জগতে ফিরে এসে খুব আনন্দ হচ্ছে।’

এদিকে ডব্লিউপিএলে মান্ধানারা চ্যাম্পিয়ন হওয়ার পরে পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কী দীর্ঘ পরাজয়ের খরা কাটিয়ে ট্রফি আসবে বেঙ্গালুরু শিবিরে? আইপিএল ট্রফি কি এবার শোভা পাবে বিরাটদের হাতে? ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বিশ্বাস করেন, সেটা হওয়া অবিশ্বাস্য কিছু নয়। এবার কোহলিরা জিতেই নিতে পারেন আইপিএল। রবিবার দিল্লি ক্যাপিটালসকে তাদেরই ঘরের মাঠে আট উইকেটে হারিয়ে প্রথমবার ডব্লিউপিএলে চ্যাম্পিয়ন হয় আরসিবি। দুরন্ত বাউন্ডারিতে জয় এনে দেন বাংলার রিচা ঘোষ। এরপরই নিজের এক্স হ্যান্ডেলে ভন বিজয়ী দলের ছবি দিয়ে লেখেন, ‘ অসাধারণ প্রতিযোগিতা। আরসিবির দুরন্ত বহু প্রতীক্ষিত জয়ের সাক্ষী থাকলাম। বিরাটরা কী উৎসাহের মাত্রা দ্বিগুণ করতে পারবে? চলতি বছরই হয়তো আইপিএল ট্রফি আসতে চলেছে বিরাটদের ঘরে।’

স্মৃতিদের ট্রফি যাওয়ার পরেই আরসিবির প্রাক্তন মালিক বিজয় মালিয়ার তরফেও এসে পৌঁছয় শুভেচ্ছা বার্তা। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ ডব্লিউপিএল জেতায় আরসিবির মহিলা দলকে শুভেচ্ছা জানাচ্ছি। খুবই ভালো হয় যদি পুরুষ দলও এই বছর ট্রফি যেতে। আমাদের অনেকদিন ধরেই আইপিএল ট্রফি পাওনা রয়েছে। বিরাটদের প্রতি শুভেচ্ছা রইল।’

শুক্রবার থেকে আইপিএল অভিযান শুরু হচ্ছে। শুরুতেই বিরাটরা মুখোমুখি হচ্ছে গতবছরের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিংহ ধোনির। চেন্নাইয়ের ঘরের মাঠেই হতে চলেছে এই লড়াই। দেখা যাক নতুন বছরে আইপিএলে কোহলিদের ট্রফি ভাগ্য ফেরে কিনা। 

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador