শুভমন গিলকে এখনই সচিন ও বিরাট কোহলির সঙ্গে তুলনা করতে নারাজ গ্যারী কার্স্টেন

জুন 3, 2023

No tags for this post.
Spread the love

শুভমন গিলকে এখনই সচিন ও বিরাট কোহলির সঙ্গে তুলনা করতে নারাজ গ্যারী কার্স্টেন

Shubman Gill. (Photo Source: BCCI/IPL)

নতুন বছরের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের এই তরুণ। দেসের জার্সির পাশাপাশি আইপিেলের মঞ্চেও এবার দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আইপিেলে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন শুভমন গিল। তাংর এমন পারফরম্যান্স দেখার পর থেকেই শুভমন গিলকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা। ইতিমধ্যেই বিরাট কোহলি. সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর তুলনা হওয়াও শুরু হয়ে গিয়েছে। সেই পিরসঙ্গেই এবার মুখ খুলেছেন গজরাত টাইটান্সের মেন্টর গ্য়ারী কার্স্টেন।

এখনই শুবমন গিলকে বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকেরর সঙ্গে এক আসনে বসাতে নারাজ তিনি। এমবকী তাদের সঙ্গে এই তরুণ ক্রিকেটারের তুলনা করতেও নারাজ তিনি। সচিন তেন্ডুলকরের বিপক্ষে যেমন খেলেছিল তিনি। তেমনই ২০১১ সালের বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের কোচও ছিলেন এই প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার। একিসহ্গে বিরাট কোহলিকেও কোচিং করিয়েছেন তিনি। সেই অভিজ্ঞচা থেকেই অএই প্রসঙ্গে মুখ খুলেছেন গ্যারী কার্স্টেন। তাঁর মতে শুভমন গিলকে েখনই সচিন কিংবা বিরাট কোহলির সঙ্গে তুলনা করা উচিত্ নয়।

এবারের আইপিএলে সর্বোচ্চ রান করেছেন শুভমন গিল

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল. গুজরাত টাইটান্সের ফাইনাল পর্যন্ত পৌঁছঠনোর রাস্তায় তিনি ছিলেন অন্যতম কান্ডারী। আইপিএলের সেই মঞ্চেই শুভমন গিলের ব্যাট থেকে এসেছিল বিরাট রান। তিনি একাই কার্য়ত প্রতিপর্, বোলারদের সেষ করে দিয়েছিলেন। এবারের াইপিএলে সর্বোচ্চ রানও করেছিলেন শুভমন গিল। অরেঞ্জ ক্যাপ তো বটেই, একাধিক পুরস্কারও তুলে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই শুরু হয়েছে তাঁকে নিয়ে নানান আলোচনা। ইতিমধ্য়ে অনেকেই তাঁকে সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির সঙ্গেও তুলনা করতে শুরু করেছেন।

কিন্তু এই জায়গাতেই খানিকটা আপত্তি রয়েছে গ্যারী কার্স্টেনের। তিনি জানিয়েছেন, “তিনি একজন তরুণ ক্রিকেটার। কিন্তু তাঁর মধ্যে ভবিষ্যতে বিস্বের সেরা ক্রিকেটার হওয়ার সমস্ত গুন রয়েছে। একইসঙ্গে রয়েছে সেই দক্ষতাও। কিন্তু তাঁর যাত্রার একেবারে শুরুতেই তাঁকে সচিন তেন্ডুলকর কিংবা বিরাট কোহলির সঙ্গে তুলনা করাটা একেবারেই সঠিক হবে না। তবে আমি বিস্বাস করি য়ে ভারতীয় দলের হয়ে প্িরতিটি ফর্ম্যাটেই সফল হওয়ার দক্ষতা রয়েছে এই তরুম ক্রিকেটারের”।

এই বছরই দেশের দজার্সিতে একদিনের ক্রিকেটে দ্বিসতরান করেছেন সুভমন গিল। সেই পারফরম্যান্সের ধারা আইপিএলের মঞ্চেও অব্যহত ছিল এই তরুণ ক্রিকেটারের। এবারের আইপিএলে ১৭ ম্যাচে ৮৯০ রান করেছেন শুবমন গিল। সেইসঙ্গে সর্বোচ্চ সেঞ্চুরীর রেকর্ডও এবার করেছেন তিনি। তিনটি সেঞ্চুরী করেছেন এবারের আইপিএলে। এবার সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানেই শুভমন গিল সাফল্য পান কিনা সেটাই এখন দেখার।

Subscribe to Telegram
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador