সাই সুদর্শনকে নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের করা ২ বছর পুরোনো টুইট শেয়ার করলেন রবিন উথাপ্পা

জুন 2, 2023

Spread the love

This content has been archived. It may no longer be relevant

সাই সুদর্শনকে নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের করা ২ বছর পুরোনো টুইট শেয়ার করলেন রবিন উথাপ্পা

Sai Sudharsan। (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের একটি দুই বছর পুরোনো টুইট শেয়ার করেছেন। সেই টুইটে অশ্বিন সাই সুদর্শনের প্রশংসা করেছিলেন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগ (টিএনপিএল) ২০২১-এ সুদর্শন ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তারপরেই তার প্রশংসায় এই টুইটটি করেছিলেন অশ্বিন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের (জিটি) হয়ে অসাধারণ ফর্মের সাথে খেলেছেন সাই সুদর্শন। এই মরসুমে তিনি ৮টি ম্যাচ খেলে ৩৬২ রান করেছেন। তিনি এই রান ৫১.৭১ গড় এবং ১৪১.৪১ স্ট্রাইক রেটের সাথে করেছিলেন। তার সর্বোচ্চ রান হল ৯৬। তিনি আইপিএলের ১৬ তম সংস্করণে ৩টি অর্ধশতরান করেছিলেন।

এই মরসুমের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে তিনি মাত্র ৪৭ বলে ৯৬ রান করেছিলেন। এই ঝোড়ো ইনিংসে তিনি ৮টি চার এবং ৬টি ছয় মেরেছিলেন। তার এই দুর্দান্ত ইনিংসের হাত ধরেই ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান করেছিল গুজরাট টাইটান্স। বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটিতে ওভার এবং লক্ষ্যে কমে গিয়ে হয়েছিল যথাক্রমে ১৫ এবং ১৭১। শেষমেশ রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ফিনিশিংয়ের হাত ধরে জিটিকে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছিল সিএসকে।

রবিন উথাপ্পা অশ্বিনের এই টুইটটি শেয়ার করার পাশাপাশি এটিতে একটি ক্যাপশনও দিয়েছেন। তিনি ক্যাপশনটির মাধ্যমে সাই সুদর্শনের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে সুদর্শনকে দেখে মনে হচ্ছে তিনি তিনটি ফরম্যাটের খেলোয়াড়।

আইপিএলে এখনও অবধি ৫০৭ রান করেছেন সাই সুদর্শন

২০২২ সালের মরসুমে গুজরাট টাইটান্সের হয়ে অভিষেক করেছিলেন সাই সুদর্শন। তিনি এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ৫০৭ রান করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৪৬.০৯ এবং ১৩৭.০৩। তার নামে ৪টি অর্ধশতরান রয়েছে।

সিএসকের বিরুদ্ধে তার ৯৬ রানের ইনিংসটি ছিল আইপিএলের ফাইনালে করা তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আইপিএলের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রান করার রেকর্ড রয়েছে শেন ওয়াটশনের নামে। তিনি ২০১৮ সালের মরসুমের ফাইনালে ১১৭ রান করেছিলেন। ঋদ্ধিমান সাহা আইপিএল ২০১৪-এর ফাইনালে ১১৫ রান করেছিলেন। এটি হল আইপিএলের ফাইনালে করা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। এছাড়াও ৯৬ রান করার মাধ্যমে আইপিএলের ফাইনালে দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে অর্ধশতরান করার রেকর্ডও করেছেন সাই সুদর্শন।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador