সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

মার্চ 28, 2024

Spread the love
Virat Kohli. (Photo Source: Twitter)

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক জানিয়েছেন, তার ক্রিকেট জীবনে এর থেকে অর্থহীন ব্যাখ্যা এর আগে কখনো শোনেননি। এর পাশাপাশি এক ধাপ এগিয়ে ফিঞ্চ বলেছেন, সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে বিরাট কোহলিই বিশ্বের সেরা ক্রিকেটার। সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে সম্প্রতি যোগ দিতে এসে ফিঞ্চ বলেন, ‘আমি বুঝতে পারি না যখনই কোনও আইসিসির প্রতিযোগিতার সামনে আসে সেই মুহূর্ত থেকেই বিরাট কোহলি কে নিয়ে এই ধরনের বাজে কথা লোকে কেন বলতে শুরু করে। ও নিজে কি কখনো জাতীয় দলে নিজের জায়গাটা নিয়ে কোন রকম চাপে থাকে? তাই এইসব মন্তব্য আমার কাছে আবর্জনার বোঝা ছাড়া আর অন্য কিছুই নয়।’

এখানেই না থেমে ফিঞ্চ আরো যোগ করেন, ‘ সাদা বলে ক্রিকেটে বিরাট কোহলি বিশ্বের সর্বশ্রেষ্ঠ তারকা। ওর স্ট্রাইকরেট ১৪০ এবং অন্যান্যদের ১৬০ হলেও এইমুহূর্তে কিছুই যায় আসে না। যদি আমার হাতে ভারতীয় দল তৈরি করার ক্ষমতা থাকতো তাহলে ওকে অবশ্যই দলে নিতাম। প্রতিটা বড় ম্যাচে ও একার দক্ষতাতেই ম্যাচ বার করার ক্ষমতা রাখে। তাই আবারও মনে করিয়ে দিতে চাই এই ধরনের কথাবার্তা বিশ্বকাপের আগে একান্তই অর্থহীন।’ প্রসঙ্গত দুমাস মাঠের বাইরে ছিলেন বিরাট। পুরো ইংল্যান্ড সিরিজেই খেলতে দেখা যায়নি তাঁকে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তরতাজা হয়ে মাঠে ফিরেছেন কিং কোহলি। এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন ফিঞ্চ। তিনি উল্লেখ করেন, ‘ এটাই তো স্বাভাবিক। জিদ হারে আন্তর্জাতিক ক্রিকেটের দখল নিতে হয় সারা বছর জুড়ে, এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে এমন বিশ্রামের অবশ্যই প্রয়োজন রয়েছে। আর এই ক্ষেত্রে কোহলির মতো তারকার পক্ষে ভারতে ছুটি কাটানো খুবই কঠিন বিষয়। তাই ও এমন জায়গায় চলে গিয়েছিল যেখানে কেউ ওকে চেনে না অথবা জানে না। আমি মনে করি এভাবেই সকলের চোখের আড়ালে চলে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক ক্লান্তি একেবারেই দূর করা সম্ভব। কোহলির ক্ষেত্রেও তাই হয়েছে। তাই বিরাটকে মাঠে এখন অনেক তরতাজা লাগছে।’ এছাড়াও আইপিএলের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিরাট কোহলিকে এমনই তরতাজা দেখার ইচ্ছা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador