হাঁটুর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে পারেন মহেন্দ্র সিং ধোনি

মে 31, 2023

Spread the love

This content has been archived. It may no longer be relevant

হাঁটুর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে পারেন মহেন্দ্র সিং ধোনি

MS Dhoni. (Image Source: IPL/BCCI)DHONI

আইপিএল শেষ। আপাতত দীর্ঘ একটা বিশ্রাম মহেন্দ্র সিং ধোনির।  যদিও সেই সময়ের মধ্যেই নিজেকরে সারিয়ে তুলতে চান ভারতীয় দলের অন্যতম সেরা অধিনায়ক এমএস ধোনি। এবারের আইপিএলে ফের একবার ধোনি ম্যাজিত দেখা  গিয়েছে। তাঁর নেতৃত্বতেই েবারের ইপিএল চ্যাম্পি.ন হয়েছে চেন্নাই সুপার কিংস। এই নিয়ে পাণচবার াইপিএল চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে তারা। াইপিএল শেষ হওয়ার পরই পে্র একবার দগোনিকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। শোনাযাচ্ছে কয়েকদিনের মধ্যেই নাকি  হাঁটুর চোটের জন্য হাসপাতালে যেতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।

এবারের আইপিএল চলাকালীনই মহেন্দ্র সিং ধোনির পায়ের চোটের বিষয়টা সবার সামনে এসেছিল। ব্যাটিং করার সময়ই পায়ের চোট নিয়ে মাঠে নেম্েছিলেন মগেন্দ্র সিং ধোনি। কিন্তু সেজন্য েকটিও ম্যাচ মাঠের বাইরে থাকেননি তিনি। বরং প্রতিটি ম্যাচেই দক্ষ হাতে নিজের পারফরম্যান্স দেখিয়ে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে দক্ষভাবে চেন্নাই সুপার কিংসকে ফাইনাল পর্যন্ত শুধু নিয়েই যাননি, পঞ্চম আইপি্এল খেতাবও জিতে নিয়েছেন তিনি। সেই ম্যাচেও হাঁটুর চোট নিয়েই মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি।

হাঁটুতে চোট নিয়েই এবারের  আইপিএলে খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি

আইপিএলের ম়্চে প্রতিটি ম্যাচেই তাঁকে হাঁটুতে নিকাপ পরে মাঠেো নামতে দেখা গিয়েছিল।  সাংবাদিক সম্নেলনেও মহেন্দ্র সিং ধোনির হাঁটুর নিয়ে নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল স্টিফেন ফ্লেমিংকে। যদিও শেষপর্যন্ত মাঠে থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। আইপিএল শেষ হয়ে গিয়েছে। এবার শোনাযাচ্ছে মহেন্দ্র সিং ধোনি নাকি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হতে চলেছেন। ার সেই খবর ছড়িয়ে পড়তেই ধোনি বক্তদের মধ্যে ফের খানিকটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। যদিও তাঁর অস্ত্রোপচার হবে কিনা তা নিয়ে এখনই পর্যন্ত কোনও কিছু শোনা যাচ্ছে না।

শোনাযাচ্ছে হাঁটুর সমস্যার জন্যই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হতে পারেন তিনি। সেখানেই কয়েকদিন ধরে চলবে তাঁর নানান পরীক্ষা নীরিক্ষা। এবারের আইপিেল সুরু হওয়ার আগেি এমএস ধোনিকে নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল। শোনা গিয়ে্ছিল েটাই নাকি এমএস ধোনির শেষ আইপিএল। যদিও চ্য়াম্পিয়ন হওয়ার পর নিজের অবসর নিয়ে খানিকটা ধোঁয়াশা অব্যহত রেখেছেন মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলের ফাইনালে অবশ্য ধোনির ব্যাট থেকে রানের ঝড় দেখা যায়নি ঠিকই। কিন্তু চেন্নাই সুপার কিংস তাঁর অধিনায়ককে আইপিএলের ট্রফি উপহার দিয়েছেন। ধোনির দ্রুত আরোগ্য কামনাই করছেন সকলে।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador