আইপিএলের নিলাম শুরু হওয়ার আগেই সবচেয়ে ট্রান্সফার হয়ে গিয়েছে এই মরসুমের। গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। সেই জায়গাতেই এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েছেন শুভমন গিল। এই সিদ্ধৈান্ত নিয়েই এবার মুখ খুলেছেন প্াক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে এই সিদ্ধান্ত একেবারেই হঠাত্ করে নেওয়া হয়নি। হা্দিক পান্ডিয়া চলে গেলে তাঁর জায়গায় যে শুভমন গিলকেই অধিনায়ক করা হবে তা আগে থেকেই ঠিক করা ছিল বলে মনে করছেন আকাস চোপড়া।
এঅই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, গুজরাত টাইটান্সের নতুন অধিনায়ক হয়েছেন শুভমন গিল। এই ২৩ বছর বয়সে তাঁর সঙ্গে অনেক কিছুই হয়ে গিয়েছে। যেটা একদিক থেকে অবাক করার মতো আবার একইসঙ্গে অসাধারণও। এটা নিশ্চিতই ছিল হার্দিক পান্ডিয়া যাওয়ার পর শুভমন গিলের কাঁধেই উঠতে চলেছে গুজরাত টাইটান্সের অধিনায়কের দায়িত্ব।
শেষ আইপিএলে ৮৯০ রান করেছিলেন শুভমন গিল
গতবারের আইপিএলেও ফাইনালে পৌঁছেছিল গুজরাত টাইটান্স। সেই সাফল্য়ের পিছনে গুজরাত টাইটান্সের অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই তারকা ক্রিকেটার। শেষবারের আইপিএলের মঞ্চে সর্বোচ্চ রানের মাবিকও ছিলেন এই তারকা ক্রিকেটার। দিও শেষপর্যন্ত ফাইনাে জিততে পারেনি গুজরাত টাইটান্স। এবার শুভমন গিলের ওপরই গুজরাত টাইটান্সের অধিনায়কের ভার উঠল। তাঁর হাত ধরে গুজরাত তাদের সাফল্যের ধারা আইপিএলের মঞ্চে বজায় রাখতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। সোমবারই শুভমন গিলের নাম ঘোষণা করা হয়েছে গুজরাত টাইটান্সের তরফে।
সোমবারই সোশ্যাল মিডিয়ায় শুভম গিলকে তাদের আগামী মরসুমের জন্য অধিনায়ক হিসাবে ঘোষণা করেছিল গুজরাত টাইটান্স। ২০২২ সালেই গুজরাত টাইটান্সে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকে সাফল্যের সঙ্গেই পথ চলা শুরু করেছিলেন তিনি। তবে এখনও পর্যন্ত ২০২৩ সালের আইপিএলেই কেরিয়ারে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। এই বছরে ১৭ ম্যাচ খেলে ৮৯০ রান করেছিলেন শুভমন গিল। আইপিএলের মঞ্চে এক মরসুমে সর্বোচ্চ রানের রেকর্ডের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
অধিনায়কের দায়িত্বে এই প্রথমবার নামতে চলেছেন শুভমন গিল। ২০২৪ সালের আগে দায়িত্বটা যে অনেকটাই বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। গুজরাত টাইটান্স শিবিরে কেন উইলিয়ামসনও ছিলেন। তবে আকাশ চোপড়া মনে করছেন হার্দিকের পরিবর্তে গুজরাত টাইটান্সের নাকি সবসময় এই শুভমন গিলকেই অধিনায়ক হিসাবে পছন্দ ছিল।










