আইপিএলের নিলামের মঞ্চে এবার অবাছাই ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ দাম পেয়ে সকলকে চমকে দিয়েছেন ২০ বর্ষীয় তরুণ ক্রিকেটার সমীর রিজবি। ডান হাতি এই ব্যাটার এদিন যখন নিলামে উঠেছিল তাঁর ন্যূনতম মূল্য ছিল ২০ কোটি। সেখান থেকেই যখন লড়াইটা শেষ হল সেই সময় ৮.৪০ কোটি টাকায় আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। আইপিএলের অন্যতম সবচেয়ে সফল দলে তাঁর নাম দেখে তিনি নিজেই যেন বিশ্বাস করতে পারছেন না। এই আনন্দ মুখে বলে বোঝানোর ভাষা নেই এই তরুণ ক্রিকেটারের।
এবারের আইপিএলে তারকা ক্রিকটারদের পাশাপাশি অবাছাই ক্রিকেটারদের দিকেও নজর ছিল সকলের। সেখানেই বাজিমাত করেছেন উত্তর প্রদেশের এই তরুণ ক্রিকেটার। সেখৈানেই তাঁকে নিয়ো দীর্ঘ লড়াইয়ের পর ৮ কোটি ৪০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংস দলে তুলে নিয়েছে। এখনও পর্যন্ত এবারের আইপিএলে তিনিও অবাছাই ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন। এমনটা দেখার পর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা।
ইউপি টি২০ লিগে ৯ ইনিংসে ৪৫৫ রান করেছিলেন সমীর রিজভি
মাঠে তাঁর পারফরম্যান্সের দিকে তাকালেই কিন্তু বোঝা যায় যে এই তরুণ ক্রিকেটারকে কেন দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এবারের উত্তর প্রদেশ টি টোয়েন্টি লিগে দ্রুততম সেঞ্চুরী করেছিলেন তিনি। শুধুমাত্র তাই নয় এই প্রতিযোেগিতায় সর্বোচ্চ ওভার বাউন্জারি হাঁকানোর রেকর্ডও রয়েছে এই তরুণ ক্রিকেটারের গায়ে। এছাড়াও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও উত্তর প্রদেশের হয়ে এবার নিজের সেরা পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তিনি। তারই পুরস্কার বোধহয় পেলেন এই আইপিএলের নিলামে।
চেন্নাই সুপার কিংসে ৮ কোটি৪০ লক্ষ টাকায় যাওয়ার পর সমীর রিজভি ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, “এটা সত্যিই আমার কাছে একটা অবিশ্বাস করার মতো অনুভূতি। কথায় বলে এই অনুভূতি আমি কাওকে বোঝাতে পারব না। আমার কাছে সেটা করাটা খুবই কঠিন। এখন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্যই মুখিয়ে রয়েছি আমি”।
ইউপি টি টোয়েন্টি লিগি মাত্র ৯ ইনংস খেলে তিনি করেঠিলেন ৪৫৫ রান। সেইসঙ্গে ছিল দুটো সেঞ্চুরী। সেই রকমই পারফরম্যান্স দেখিয়েছিলেন এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও। সেখানেও তাঁর ব্যাট থেকে এসেছে ১৮টি ওভার বাউন্ডারি। সেই থেকেই সকলের নজর কেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। এবারের আইপিএলের মঞ্চে এই ডানহাতি ক্রিকেটারকেই বিরাট দাম দিয়ে কিনে নিল চেন্নাই সুপার কিংস।










