অধিনায়ক হওয়ার শর্তেই মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া ?
আপডেট করা – Dec 16, 2023 7:38 pm
গত শুক্রবার থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। হঠাত্ করে রোহিত শর্মাকে সরিয়ে কেন হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়েছে তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। সেখানেই এবার এক নতুন তথ্য উঠে আসছে। শোনাযাচ্ছে অধিনায়ক করার শর্তেই নাকি গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফের ফিরে এসেছেন হার্দিক পান্ডিয়া। আর এই সিদ্ধান্তের কথা নাকি আগে থেকেই রোহিত শর্মাকেও জানিয়ে দেওয়া হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের তরফে।
আসন্ন আইপিএলের নিলামের আগে রেকর্ড দামে এক দল থেকে আরেক দলে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। সেই থেকেই তাঁকে নিয়ে জল্পনাটা শুরু হয়েছিল। এরপরই গত শুক্রবার হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছিল। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে নানান আলোচনা। বিশেষ করে রোহিত শর্মাকে কেন সরিয়ে দেওয়া হয়েছিল তা নিয়েই চলছিল নানান কথাবার্তা। সেখানেই এবার এক নতুন তথ্য সামনে উঠে আসছে সকলের। শোনাযাচ্ছে রোহিত শর্মা নাকি আগে থেকেই জানতেন সবটা।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৪৭৬ রান রয়েছে হার্দিক পান্ডিয়ার
শোনাযাচ্ছে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই নাকি রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরানোর কথাটা জানিয়ে দেওয়া হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের তরফে। কারণ তখন থেকেই হার্দিক পান্ডিয়াকে ফের একবার মুম্বই ইন্ডিয়ান্সে ফেরানোর কাজটা শুরু হয়ে গিয়েছিল। সেই সময়ই হার্দিক পান্ডিয়ার তরফ থেকে একটি শর্ত রাখা হয়েছিল তাদের কাছে। তাঁ ফের দলে ফেরাতে হলে নাকি অধিনায়কের পদ দিয়েই ফেরাতে হবে। শেষপর্যন্ত সেই শর্তেই রাজি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কেউই মুখ খোলেননি।
২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স থেকে বিরাট টাকায় গুডরাত টাইটান্স শিবিরে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই বছরই প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএলের মঞ্চে নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথমবারই কার্যত সকলকে চমকে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম আইপিএলেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। সেখানে নেতৃত্বে যেমন নজর কেড়েছিলেন, তেমনই নিজের পারফরম্যান্স দিয়েও সকলকে হতবাক করে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েও সেই সাফল্যের রাস্তায় তিনি এগিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার।
মুম্বই ইন্ডিয়ান্সের বহু ভাল পারফরম্যান্স রয়েছে হার্দিক পান্ডিয়ার। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। সেখানেই তাঁর ব্যাট থেকে এসেছে ১৪৭৬ রান। ৪টি অর্ধশতরান করার পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে হার্দিক পান্ডিয়ার ঝুলিতে রয়েছে ৪টি অর্ধশতরান। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪২টি উইকেটও রয়েছে হার্দিক পান্ডিয়ার। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এখনও পর্যন্ত সেঞ্চুরী নেই হার্দিকের। সেটাই এবার হয় কিনা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।










