অব্যাহত হার্দিক বনাম রোহিত তরজা, কপালে ভাঁজ বোর্ডের

মার্চ 22, 2024

No tags for this post.
Spread the love
Hardik and Rohit (Source: X)

রোহিত শর্মাকে মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার পরবর্তী সময় বিতর্ক যেন কিছুতেই ছাড়তে চাইছে না মুম্বাই ম্যানেজমেন্টকে। চর্চা অব্যাহত হার্দিক পান্ডিয়াকে নিয়েও। সদ্য অধিনায়কত্বের মুকুট হারানো রোহিতেরও কী খানিক ক্ষোভ রয়েছে? যে দুজনকে কেন্দ্র করেই ধিকি ধিকি আগুন জ্বলছে, তারা দুজনেই ভারতের নির্ভরযোগ্য ক্রিকেটার। শোনা যাচ্ছে নেতৃত্ব হারানোর পর থেকেই নাকি দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। সরকারিভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে বলা হয়েছে, ভবিষ্যতের কথা ভেবে রোহিতকে অব্যাহতি দেওয়া হয়েছে অধিনায়কের গুরু দায়িত্ব থেকে। তবে আরব সাগরের তীরে কান পাতলে শোনা যাচ্ছে, হার্দিক নিজেই নাকি নেতৃত্বের দায়িত্ব চেয়েছিলেন। গুজরাট থেকে প্রত্যাবর্তনের প্রাথমিক শর্ত হিসেবে তিনি নেতৃত্বের বিষয়টিতে গুরুত্ব আরোপ করেন।

এও শোনা যাচ্ছে, তিনি নাকি গুজরাট ছেড়ে ঘরে ফেরার জন্য ১০০ কোটি টাকার চুক্তি করেছেন।

তাই জন্যই হয়ত রোহিত শর্মাকে প্রাপ্য সন্মান দেওয়ার বিষয়টিও মাথায় রাখেননি মুম্বাই কতৃপক্ষ। তবে দিন তিনেক আগে ঘটে যাওয়া সাংবাদিক সম্মেলনের বিষয়টি যথেষ্ট বিতর্ক ছড়িয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। সাংবাদিক সম্মেলনে হার্দিককে প্রশ্ন করা হয়, নেতৃত্বের দায়িত্ব ফিরে পাওয়ার জন্যই কি গুজরাট থেকে মুম্বাইতে ফিরলেন হার্দিক। সরাসরি এই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন এই অল-রাউন্ডার। এর পরেই স্বাভাবিকভাবে যে প্রশ্নটি উঠে আসে, তা হলো তিনি নিজেই তো গুজরাট অধিনায়ক ছিলেন। তাহলে কী এমন কারণ থাকায় একটি ফ্রাঞ্চাইজি থেকে হঠাৎ এই দল পরিবর্তন? হার্দিককে কার্যত অস্বস্তিতে দেখা যায় এই প্রশ্নের উত্তরে। তিনি এই বিষয়েও মুখে কুলুপ আঁটেন। তারপরে গুজরাটের নতুন অধিনায়ক অর্থাৎ শুভমান গিলের প্রসঙ্গ আসলে তিনি সাংবাদিক সম্মেলন থেকে উঠে চলে যান। পাশেই ছিলেন দলের অন্যতম কোচ মার্ক বাউচার। তাঁর কাছেও জানতে চাওয়া হয় অধিনায়ক রোহিতকে সরালেন কেন? তিনিও মুখের কাছ থেকে মাইক্রোফোন নামিয়ে ফেলেন। উঠে যান হার্দিককে নিয়ে। এও রটে গিয়েছিল যে সাবেক অধিনায়ক রোহিত শর্মা নাকি এবারে আইপিএল খেলবেন না। যদিও ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজ শেষে তিনি আইপিএল শিবিরে যোগ দিয়েছেন। সেখানে আলিঙ্গন করতে দেখা গেছে হার্দিককেও। কিন্তু তাতেও অস্বস্তির ছাপ স্পষ্ট। কি অবস্থায় ভারতীয় বোর্ডের অন্দরে প্রশ্ন উঠছে হার্দিক বনাম রোহিতের যে মনোমালিন্য সেটা কি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে? স্বাভাবিক ভাবেই মুম্বাই মাঠে না নামা অবধি এই নিয়ে জল্পনা চলবেই। 

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8