Virat Kohli (Source: IPL)
আইপিএলেও কি নেই কোহলি? জোর জল্পনা ছড়িয়েছে বেঙ্গালুরু শিবিরে। যদিও কেউই কিছু স্পষ্ট করেনি। কিন্তু ধোঁয়াশা বাড়ছে এবি ডেভিলিয়ার্সের মন্তব্যে। আইপিএল শুরু হওয়ার ১৭ দিন আগেও এই বিষয়টি নিয়ে নিশ্চিত নন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য বেশ কিছুদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন কোহলি। অনুশীলনের মধ্যেও নেই তিনি।
দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে চেয়েছিলেন বিরাট। সেই জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়া টেস্ট ম্যাচ থেকেও ছুটি নিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়েই বহুদিন যাবত টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ান কোহলি। কিন্তু এহেন পরিস্থিতিতে কী আইপিএল খেলবেন তিনি? প্রতিযোগিতা শুরুর ১৭ দিন আগেও এই বিষয়ে কার্যত অন্ধকারে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কর্তৃপক্ষ। কয়েকদিন আগে এ বিষয়ে রসিকতা শোনা যায় প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কারের গলায়। তিনি বলেন, কোহলি হয়ত আইপিএল খেলবে না। গাভাস্কারের এই রসিকতাই কি শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে? জল্পনা তৈরি হয়েছে এবি ডি ভিলিয়ার্সের মন্তব্যে। নিজের ইউটিউব চ্যানেলে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার আইপিএলে কোহলির খেলা নিয়ে মন্তব্য করেছেন।
তিনি বিবৃতি দেন, ‘এখনো যদিও নিশ্চিত নয়। তবে কোহলি আমাকে একটা ইঙ্গিত দিয়েছে। ও সম্ভবত কয়েকদিন অনুশীলন করতে চায়। নিশ্চিত করে বলতে পারব না। অ্যান্ডি ফ্লাওয়ার, ফ্যাফ ডুপ্লেসি বা আরসিবি কর্তৃপক্ষ এই বিষয়ে বিশদে বলতে পারবেন। আইপিএলের প্রথম কয়েক সপ্তাহ আমি মুম্বাইতেই থাকবো। ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে চলেছি। আবার তারপরে নকআউট পর্বের সময় ভারতে যাব।’
আগামী ২২শে মার্চ থেকে শুরু হবে এ বছরের আইপিএল। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে কোহলির বেঙ্গালুরু। কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চূড়ান্ত প্রস্তুতি শিবির। সূত্রের খবর সেই শিবিরে যোগ দেওয়ার বিষয়ে এখনো ব্যাঙ্গালোর কর্তৃপক্ষকে বিশেষ কিছু জানাননি বিরাট কোহলি। দের মাসেরও অধিক সময় ধরে ক্রিকেট থেকে দূরে সরে রয়েছেন বিরাট কোহলি। ফলের সরাসরি আইপিএলে নেমে পড়া তার পক্ষে বেশ কঠিন। দেশে ফেরার পর অবশ্যই কয়েকদিন তাঁকে অনুশীলন করতে হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বন্ধু এ বি ডেভিলিয়ার্সকে হয়ত সেই ইঙ্গিতই দিয়েছেন বিরাট কোহলি। যদিও গুঞ্জন শোনা যাচ্ছে, আইপিএল খেললেও প্রথম দিকের কয়েকটি ম্যাচে তাকে নাও পেতে পারে বেঙ্গালুরু ফ্রাঞ্চাইজি।










