বুধবার সকালেই সকলকে চমকে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির। দীর্ঘ ছয় বছর পর কলকাতা নাইট রাইডার্স শিবিরে প্রত্যাবর্তন হল গৌতম গম্ভীরের। তবে ভূমিকাটা এবার আলাদা। মেন্টর হিসাবেই কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। গৌতম গম্ভীরের এমন প্রত্যাবর্তনেই আপ্লুত প্রাক্তন আরেক নাইট তারকা রবীন উথাপ্পা। গৌতম গম্ভীরকে ফের একবার কলকাতা নাইট রাইডার্সের ডাগ আউটে দেখার জন্য মরিয়া হয়ে রয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।
কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে গৌতম গম্ভীর এখনও পর্যন্ত সবচেয়ে সফল ক্রিকেটার। তাঁর নেতৃত্বেই নাইট শিবিরে খেলেছেন রবীন উথাপ্পা। গৌতম গম্ভীরের হাত ধরে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সব মিলিয়ে পাঁচবার আইপিএলের প্লেঅফে পৌঁছেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তিনি চলে যাওয়ার পর থেকেই কলকাতা নাইট রাইডার্সের সাফল্যের গ্রাফ নীচের দিকে নামতে থাকে। শেষ দুই মরসুমে তো কলকাতা নাইট রাইডার্সের প্লেঅফেও পৌঁছতে পারেনি। ঘুরে দাঁড়াতে ফের একবার সেই গৌতম গম্ভীরেই আস্থা কলকাতা নাইট রাইডার্সের।
গৌতম গম্ভীরের হাত ধরে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স
রবীন উথাপ্পা টুইট করে লিখেছেন, “তিনি তলে যাওয়ার পর অবশেষে কলকাতা নাইট রাইডার্সে এটাই সেরা ঘটনা হল”।
শেষ দুই মরসুম লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্বে ছিলেন গৌতম গম্ভীর। ২০২২ এবং ২০২৩ সালে দুবারই আইপিএলের মঞ্চে প্লেঅফে নিজেদের জায়গা পাকা করেছিল লখনউ সুপার জায়ান্টস। ক্রিকটার হিসাবে যেমন সাফল্য পেয়েছেন গৌতম গম্ভীর। তেমনই মেন্টরের দায়িত্বেও সাফল্যে সঙ্গেই পথ চলা শুরু করেছঠেন গৌতম গম্ভীর। অবশেষে ফের একবার কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব পেলেন তিনি। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্থ পন্ডিত। তাঁর পাশে এবার বসবেন গৌতম গম্ভীর। তাদের দুজনের হাত ধরে কেকেআর ফের একবার সাফল্য়ের রাস্তায় হাঁটতে পারে কিনা সেটাই দেখার।
শেষ দুই মরসুমে আইপিএলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্স খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। একের পর এক খারাপ পারফরম্যান্স দেখিয়েই আইপিএলের লিগ পর্ব থেকে ছিটকে গিয়েছিল কলকাতার নাইট বাহিনী। এবারের ব্যর্থতার পর থেকেই তাদের নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এখন থেকেই ঘর গোছানো শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স। আগামী ডিসেম্বরে রয়েছে আইপিএলের মিনি নিলামের আসর। সেখানে গৌতম গম্ভীরের উপস্থিতি কেমন প্রভাব ফেলে সেটাই দেখার।










