ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (ডিসি) ৪ উইকেটে হারাল পঞ্জাব কিংস (পিবিকেএস)।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করেছিল দিল্লি ক্যাপিটালস। ওপেনার মিচেল মার্শ ১২ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ৩টি চার এবং ২টি ছয় সহ ২১ বলে ২৯ রান করে নিজের উইকেট হারান। শাই হোপ ২৫ বলে ৩৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ২টি চার এবং ২টি ছয়।
ঋষভ পন্থ ব্যাট হাতে শুরুটা বেশ ভালোভাবে করেছিলেন। কিন্তু তিনি বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ১৩ বলে ১৮ রান করে আউট হন। রিকি ভুই এবং ট্রিস্টান স্টাবস স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। রিকি ৭ বলে ৩ রান করেন। অন্যদিকে, স্টাবস ৮ বলে ৫ রান করতে সক্ষম হন। অক্ষর প্যাটেল ১৩ বলে ২১ রান করে রান আউট হন। শেষে অভিষেক পোরেল ১০ বলে অপরাজিত ৩২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৪টি চার এবং ২টি ছয় মারেন। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রান করে দিল্লি ক্যাপিটালস।
রান তাড়া করতে নেমে ১৬ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক শিখর ধাওয়ান। আরেক ওপেনার জনি বেয়ারস্টো ৩ বলে ৯ রান করে আউট হন। প্রভসিমরন সিং ১৭ বলে ২৬ রান করতে সক্ষম হন। জিতেশ শর্মা ৯ বলে ৯ রান করে আউট হন।
স্যাম কারান ৪৭ বলে ৬৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে ছিল ৬টি চার এবং ১টি ছয়। লিয়াম লিভিংস্টোন ২১ বলে অপরাজিত ৩৮ রানের একটি দারুণ ইনিংস খেলেন। শেষমেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৭৭ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় পঞ্জাব কিংস।