“মদুশঙ্কার উপর গৌতম গম্ভীরের নজর থাকবে” – কেকেআরের নিলাম কৌশল নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া

ডিসে. 9, 2023

Spread the love
Dilshan Madushanka. (Photo by Raj Kumar/IANS)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর মিনি নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শার্দুল ঠাকুর, টিম সাউদি, লকি ফার্গুসন এবং উমেশ যাদবের মতো পেসারদের ছেড়ে দিয়েছে। সুতরাং, নিলামের সময় পেসারদের দিকে তাদের নজর থাকবে। এই মুহূর্তে কেকেআর দলে মাত্র তিনজন পেসার রয়েছে। তারা হলেন হর্ষিত রানা, বৈভব অরোরা এবং আন্দ্রে রাসেল।

কলকাতা নাইট রাইডার্স দলের স্পিন বিভাগ খুবই শক্তিশালী। কিন্তু তাদের দলে পেসারের অভাব রয়েছে। কিছুদিন আগেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছে কেকেআর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন যে গম্ভীর নিলামের সময় শ্রীলঙ্কার প্রতিভাবান পেসার দিলশান মদুশঙ্কাকে দলে যোগ করার চেষ্টা করতে পারেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ মদুশঙ্কা খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। এই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় তিনি তৃতীয় স্থানে ছিলেন। ২৩ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার ৯টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। এবারের ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কার ফলাফল খুব একটা ভালো না হলেও মদুশঙ্কা ক্রিকেট জগতের নজর কেড়েছিলেন।

আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “তারা নিজেদেরকে খুব বেশি বিকল্প দেয়নি। তাদের কাছে হর্ষিত রানা এবং বৈভব অরোরার মতো দুজন ভারতীয় ফাস্ট বোলার আছে কিন্তু তারা একা কাজটি করতে পারবে না। আন্দ্রে রাসেলের বোলিং ক্ষমতা নিয়ে যেকোনও ক্ষেত্রেই একটি বিশাল সন্দেহ থেকে যায়।”

“তিনি ছয় থেকে আট কোটিতে বিক্রি হতে পারেন” – আকাশ চোপড়া

প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, “আমি মনে করি তারা ফাস্ট বোলারদের কিনতে চাইবে। খুব কম ফ্র্যাঞ্চাইজি তাদের ছাড়িয়ে যেতে সক্ষম হবে কারণ তাদের কাছে প্রচুর অর্থ রয়েছে। আমি যদি গৌতম গম্ভীরকে ভালো করে চিনি, তাহলে মদুশঙ্কার উপর তার নজর থাকবে। আরও অনেক দল আছে যারা হয়তো মদুশঙ্কাকে নিতে চাইবে। তিনি ছয় থেকে আট কোটিতে বিক্রি হতে পারেন।”

উল্লেখযোগ্যভাবে, কলকাতা নাইট রাইডার্স দলে এই মুহূর্তে নীতিশ রানা, রিঙ্কু সিং, রহমনউল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী রয়েছেন। মিনি নিলামে তারা কোন কোন খেলোয়াড়দের দলে নেন সেটাই এখন দেখার বিষয়।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador