লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের পদে বসতে পারেন রাহুল দ্রাবিড়

নভে. 25, 2023

Spread the love
Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব ছেড়ে রাহুল দ্রাবিড় কী ফের আইপিএলের মঞ্চে ফিরতে চলেছেন। হঠাত্ করেই ভারতীয় ক্রিকেট মহলে শুরুহয়েছে নতুন জল্পনা। শোনাযাচ্ছে আসন্ন আইপিএলের জন্য লখনউ সুপার জায়ান্টসের মেন্টর পদে নাকি দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। যদিও এই বিষয়ে রাহুল দ্রাবিড় কিংবা লখনউ সুপার জায়ান্টসের তরফে এখনই কেউ মুখ খোলেননি। তবে এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছেই। শেষপর্যন্ত কী হয় সে তো সময়ই বলবে। তবে আইপিএলের মঞ্চে রাহুল দ্রাবিড়কে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

কয়েকদিন আগেই শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপর আসর। সেখানে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দল ফাইনালে পৌঁছলেও অস্ট্রলিয়ার বিরুদ্ধে শেষরক্ষা করতে পারেনি। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালের মঞ্চে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। ৬ উইকেটে সেই ম্যাচ হেরে আপাতত ভারতের তৃতীয় ওডিাই বিশ্বকাপ জয়ের অপেক্ষাটা অনেকটাই বেড়েছে। বিশ্বকাপ শেষ হও.ার পর থেকেই রাহুল দ্রাবিড়ের ভারতের কোচ পদে থাকা নিয়ে একটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছিল।

২০২২ সাল থেকে ভারতীয় দলের কোচের দায়িত্বে রয়েছেন রাহুল দ্রাবিড়

বিশ্বকাপের পরই তাঁর ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখানেই রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন যে এখনই কোনওরকম সিদ্ধান্ত ভবিষ্যত্ নিয়ে নেননি তিনি। একইসঙ্গে ভারতীয় দলের কোচের পদে থাকবেন কিনা সেটাও স্পষ্টভাবে জানাননি ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। সেই থেকেই রাহুল দ্রাবিড়কে নিয়ে  জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের কোচের পদে আদৌ তিনি আর থাকতে চান কিনা সে নিয়ে অবশ্য এখনই কোনওরকম উত্তর পাওয়া যাচ্ছে না। তবে শোনাযাচ্ছে রাহুল দ্রাবিড় নাকি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। আর সেই কারণেই নাকি তাঁর চুক্তি বাড়াতে চাননা।

শীঘ্রই বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। শোনাযাচ্ছে সেখানেই চুক্তি না বাড়ানোর কথা বলতে পারেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। একইসঙ্গে তাঁর আইপিএলে যাওা নিয়েও আরম্ভ হয়ে গিয়েছে নতুন জল্পনা। শোনাযাচ্ছে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে নাকি কথাবার্তা শুরু হয়ে গিয়েছে এই প্রাক্তন তারকা ক্রিকেটারের। সেখানে লোকেশ রাহুলদের মেন্টর হয়ে আসার সম্ভাবনা রয়েছে রাহুল দ্রাবিড়ের।

কয়েকদিন আগেই লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের পদ থেকে সরে গিয়েছেন গৌতম গম্ভীর। এবার কলকাতা নাইট রাইডার্স যোগ দিয়েছেন তিনি। সেখানেই রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেটারকে এবার হয়ত বসাতে চাইছে লখনউ সুপার জায়ান্টসের কর্তারা। ভারতীয় দলের কোট হিসাবে তাঁর সাফল্যের গ্রাফটা বেশ উর্ধ্বমুখী। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador