আগামী ২২ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল

ডিসে. 18, 2023

Spread the love
IPL Trophy. (Photo Source: IPL/BCCI)

আগামী ১৯ ডিসেম্বর হতে চলেছে আসন্ন আইপিএলের মিনি নিলাম। সেই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই উত্তেজবার পারদ তুঙ্গে পৌঁছেছে। শেষপর্যন্ত সেখানে বাজিমাত করে কোন ফ্র্যাঞ্চাইজি সেটা তো সময়ই বলবে। তার মাঝেই ২০২৪ সালের আইপিএলের সূচী নিয়ে বড়সড় ইঙ্গিত। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে পারে আসন্ন আইপিএল। টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই  নতুন বছরে  মার্চ থেকে মে মাসের মধ্যে আইপিএলের আয়োজনের ভাবনা শুরু হয়ে গিয়ে্ছে। ইতিমধ্যে বিভিন্ন ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে।

টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডই ক্রিকেটারদের চোট আঘাত এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বেশ চিন্তিত। সেই কারণে তাদের ক্রিকেটারদের পূর্ণ সময়ের জন্য পাওয়া যাবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন উঠতে  শুরু করেছিল। স,ম,্ত দিক বিটার বিবিচনা করেই এবার আইপিএলের সময় খানিকটা এগনোরর সিদ্ধান্তই নিতে চলেছে বিসিসিআই। মার্চ মাস থেকে মে মাসের মধ্যেই আইপিএল আয়োজন করতে চাইছে তারা।

১৯ ডিসেম্বর আইপিএল ২০২৪-এর মিনি নিলাম

সেখানেই শোনাযাচ্ছে যে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে পারে এবারের আইপিএল। সেইসঙ্গেই শুরু মে মাসে শেষ হবে াইপিএলের মঞ্চ। তবে কোন তারিখে আইপিএল শেষ হতে পারে তা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম ইঙ্গিত পাওয়া যায়নি। কারণ জুন মাসেই শুরু হতে চলেছে আসন্ন মরসুমের আইপিএল। মার্চ থেকে মে মাসের উিন্ডোর মধ্যেই করতে হবে ২০২৪ সালের আইপিএল। মনে করা হচ্ছে নতুন বছরের শুরু দিকেই চূড়ান্ত হয়ে যেতে পারে আসন্ন আইপিএলের সূচী।

মঙ্গলবার হতে চলেছে এবারের আইপিএলের মিনি নিলাম। সেখানেই ৩৩৩ জন ক্রিকেটার রয়েছে নিলামের তালিকায়। প্রতি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ৭৭টি জায়গা রয়েছে। সেখানেই যে একটা বিরাট লড়াই দেখা যেতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আইপিএলের সূচী নির্ধারণের জন্য ইতিমধ্যেই প্রতিটি ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। সেখানেই জশ হেজেলউড ছাড়া অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটারদের পাওয়া যাবে। ইংল্যান্ডের ক্রিকেটারদের অবশ্য প্লেঅফে খেলা নিয়ে খানিকটা সংশয় রয়েছে।

নতুন বছরে আইপিএল হলেও, আগামী ১৯ ডিসেম্বর থেকেই যে আইপিএলের ঢাকে কাঠি পড়তে চলেছে তা বলাই বাহুল্য।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador