এই মুহূর্তে দেশের জার্সিতে না খেলতে পারলেও খুব শীঘ্রই কার্যত ফিরতে চলেছেন ঋষভ পন্থ। এই মুহূর্তে বিশ্বকাপ চলছে। সেই সময়ই কলকাতায় ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। কলকাতায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের শিবির। সেখানেই এবার যোগ দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। শোনাযাচ্ছে শীঘ্রই নাকি মাঠে ফিরতে চলেছেন তিনি। যদিও সেই ব্যপারে এখনও পর্যন্ত কোনওরকম নিশ্চয়তা নেই। এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস শিবিরে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিং।
গতবছরের শেষেই চোট গুরুতর গাড়ী দূর্ঘটনার কবলে পড়ে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের েই তারকা ক্রিকেটার। এরপর থেকেই আর মাঠে দেখা যায়নি এই তাকা ক্রিকেটারকে। বহুদিন ধরেই অবশ্য এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন এই তারকা ক্রিকেটার। এসবের মাঝেই কলকাতায় ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিয়ালসের শিবিরে যোগ দিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই শুরু হয়ে গিয়ছে নানান জল্পনা। তবে কী আসন্ন আইপিএলের মঞ্চেই দেখা যেতে চলেছে ঋষভ পন্থকে।
গতবছর গুরুতর গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ
কলকাতার সিএবির যাদবপুর ক্যাম্পাসের মাঠে চলছে দিল্লি ক্যাপিটালসের আগামী ২০২৪ সালের আইপিএলের শিবির। সেখানে যেমন সৌরভ গঙ্গপাধ্যায় , রিকি পন্টিং। সেখানেই যোগ গদিয়েছেন এবার ঋষভ পন্থ। যদিও তিনি প্স্তুতিত সুরু করেননি। সেখানেইৃ শিবিরে সকলের সঙ্গে নানান আলোচনা করতেই দেখা গিয়েছে এই তারকা ক্রিকেটারকে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এদিন ঋষভ পন্থকে হাঁটতেও কোনওরকম সমস্যা করতে দেখা যায়নি। তবে ঋষভ পন্থের এমন যোগ দেওয়াটা যে সকলের কাছেই একটা আশার থবি তা বলাই বাহুল্য।
এনসিএতে এখন জোরকদমে রিহ্যাব চালাচ্ছেন ঋষভ পন্থ। বেশ কয়েকদিন আগে থেকেই ক্রাচের ভরসা ছাড়া হাঁটা শুরু করেছিলেন ঋষভ পন্থ। কয়েকদিন আগেই তাঁর জিম সেশনের একটি ভিডিও সকলের সামনে এসেছিল। শুধু তাই নয় হাল্কা ব্যাটিংও নাকি করতে পারছেন তিনি। আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দলের পরিকল্পনায় রয়েছেন ঋষভ পন্থ। শোনাযাচ্ছে নির্ধারিত সময়ের আগেই সেরে উঠতে পারেন ঋষভ পন্থ। সেই কাজটাই যাতে আরও দ্রুততার সঙ্গে করা যায় সেদিকেই এখন নজর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।
ঋষভ পন্থের মাঠে ফেরার অপেক্ষাতেই এখন রয়েছেন সকলে। আগামী আইপিএলের মঞ্চে ঋষভ পন্থ নামতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।










