আইপিএলের মঞ্চে সবসময়ই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার খেলা দেখা যায়। আইপিএলের নিলামও তার অন্যথা নয়। কিছুক্ষণ আগে যে প্যাট কামিন্স সর্বোচ্চ দাম রেয়ে সকলের নজর কেড়েছিলেন, তাঁকেই এবার টপকে গেলেন তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক। আইপিএলের ইতিহাসে মিচেল স্টার্ককে সর্বোচ্চ দাম দিয়ে দলে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। আর তাতেই বিশ্ব ক্রিকেট মহলে হৈচৈ। তাঁকে যে অর্থ দিয়ে কেনা হয়েছে সেই অঙ্কটা অবশ্য সকলকে অবাক করার জন্য যথেষ্ট। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে এবার কলকাতা নাইট রাইডার্স তুলে নিয়েছে কলকাতাা নাইট রাইডার্স।
গতবার একটা জল্পনা চললেও ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য গতবারের আইপিএল থেকেও নাম তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল স্টার্ক। তবে এবারের বিশ্বকাপের পরই আইপিএ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই তারকা ক্রিকেটার। আর সেই থেকেই এই তারকা ক্রিকেটারকে নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছিল। তিনি যে বেশী দাম পেতে পারেন এমন কথাবার্তা আগে থেকেই শুরু হয়েছিল। শেষপর্যন্ত সেই ধারণাটাই সত্যি হল এবার।
২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কেকেআর-এ গেলেন মিচেল স্টার্ক
দীর্ঘ একটা লড়াইয়ের পর ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে মিচেল স্টার্কের নাম ওঠার পর থেকেই লড়াইটা শুরু হয়েছিল। শুরুর দিকে অবশ্য লড়াইয়ে ছিল না কলকাতা নাইট রাইডার্স। তাঁর দাম ১০ কোটি পার হতেই সেই লড়াইয়ে ঢুকে পড়েছিলেন গৌতম গম্ভীররা। গুজরাত টাইটান্সের সঙ্গে হাড্ডহাড্ডি লড়াই চলছিল তাদের। দাম যতই উঠছিল ততই দুই দল তাঁকে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। দুজনেই নিজেদের বোলিং শক্তিশালী করতে মরিয়া হয়েছিল।
শেষপর্যন্ত ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা তাঁর দাম ওঠার পরই লড়াই ছেড়ে দিতে বাধ্য হয় গুজরাত টাইটান্স। সেইসঙ্গেই চওড়া হাসি ফোটে গৌতম গম্ভীর, ভেঙ্কি মাইসোরদের মুখে। ২০১৫ সালে শেষবার আইপিএলের মঞ্চে খেলেছিলেন তিনি। দীর্ঘ ৮ বছর পর ফের আইপিএলের মঞ্চে এসেছেন এই তারকা ক্রিকেটার। সেখানেই সকলকে চমকে দিয়েছেন। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ২৭টি ম্যাচ খেলেছেন মিচেল স্টার্ক।
সেখানে তাঁর ঝুলিতে রয়েছে ৩৪টি উইকেট। ২০১৫ সালের পর থেকে আর আইপিএলের মঞ্চে দেখা যায়নি তাঁকে। এখনও পর্যন্ত টি টোয়েন্টি ফর্ম্যাটে এই তারকা ক্রিকেটারের রয়েছে ১৭০টি উইকেট। আইপিএলের মঞ্চেও তাঁর ইকনমি রেট রয়েছে ৭.১৭। সেই মিচেল স্টার্ক এবার নাইটদের হয়ে তাঁর সেরা পারফরম্যান্স দিতে পারেন কিনা সেটাই দেখার।










