গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হিসেবে যোগ দেওয়ায় উচ্ছ্বসিত নীতিশ রানা

নভে. 22, 2023

Spread the love
Gautam Gambhir & Shahrukh Khan. ( Photo Source: Twitter )

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে যোগ দেওয়ার পর নিজের বক্তব্য জানিয়েছেন নীতিশ রানা। চোটের কারণে আইপিএল ২০২৩-এ খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তার অনুপস্থিতিতে কেকেআরকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা।

নীতিশ রানা জানিয়েছেন যে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর হলেন তার আইডল। কেকেআর ২০১৪ সালের পর আর একবারও আইপিএলের ট্রফি জিততে পারেনি। গম্ভীর এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের হাত ধরে ২০২৪ সালে কেকেআর আইপিএল ট্রফি জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

২২শে নভেম্বর, বুধবার, লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) দলকে বিদায় জানিয়েছেন গৌতম গম্ভীর। তিনি আইপিএল ২০২২ এবং ২০২৩-এ এলএসজি দলের সাথে মেন্টর হিসেবে ছিলেন। এলএসজি উভয় মরসুমেই প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছিল, তবে তারা একবারও ফাইনালে উঠতে পারেনি।

নীতিশ রানা এক্সে লিখেছেন, “ছোটবেলায় যখন ক্রিকেট দেখতাম, তখন আমি কল্পনাও করতে পারিনি যে আমি একদিন আমার আইডল গৌতম গম্ভীর ভাইয়ের সাথে মাঠ ভাগ করব এবং তার মতো একই রঙের পোশাক পরব। এখন, কলকাতা নাইট রাইডার্সে তাকে আমাদের পরামর্শদাতা হিসেবে পাওয়া স্বপ্নের চেয়ে কম নয়। তার নেতৃত্ব (কেকেআরকে) গৌরবের দিকে নিয়ে গিয়েছিল এবং তার নির্দেশনায় শেখার জন্য এবং উন্নত হওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। এখান থেকে একটি অবিশ্বাস্য যাত্রা শুরু হল!”

আইপিএল ২০১২ এবং ২০১৪-তে গৌতম গম্ভীরের নেতৃত্বে ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স

কেকেআর এখনও পর্যন্ত দুবার আইপিএলের শিরোপা জিততে পেরেছে। উভয়বারই দলকে নেতৃত্ব দিয়েছিলেন গৌতম গম্ভীর। প্ৰথম তিনটি মরসুমে খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি কেকেআর। এরপর, ২০১২ সালের আইপিএলে প্রথমবার ট্রফি জিতেছিল কেকেআর।

২০১২ সালের আইপিএলে গৌতম গম্ভীরের নেতৃত্বে ছন্দ খুঁজে পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই মরসুমে কেকেআর টানা ৭টি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল। গৌতম গম্ভীর ভালো অধিনায়কত্ব করার পাশাপাশি ভালো ব্যাটিং পারফরম্যান্সও দেখিয়েছিলেন। এই আইপিএলে তিনি ৬টি অর্ধশতরান সহ ৫৯০ রান করেছিলেন। ফাইনালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) হারিয়ে ট্রফি জিতেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন দল। এরপর, ২০১৪ সালের আইপিএলে কিংস XI পাঞ্জাবকে (বর্তমানে পাঞ্জাব কিংস) হারিয়ে ট্রফি জিতেছিল কেকেআর।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador