পঞ্জাব কিংস শিবিরে এবার নতুন ভূমিকায় সঞ্জয় বাঙ্গার

ডিসে. 9, 2023

Spread the love
Sanjay Bangar. (Photo by Anthony Devlin/PA Images via Getty Images)

দীর্ঘ সাত বছর পর ফের পঞ্জাব কিংসে প্রত্যাবর্তন সঞ্জয় বাঙ্গারের। আসন্ন মরসুের জন্য পঞ্জাব কিংসের ক্রিকেট ডেবলপমেন্ট প্রধান হিসাব যুক্ত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। গত মরসুম পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচেং স্টাফে ছিলেন তিনি। এবারই বদলে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সঞ্জয় বাঙ্গারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয় তাদের। যদিও খিব একটা বেশীদিন আইপিএলের থেকে দূরে থাকতে হল না সঞ্জয় বাঙ্গারকে। এবার তাঁর নতুন গন্তব্য পঞ্জাব কিংস।

সামনেই রয়েছে এবারে আইপিএলের নিলাম। তার আগে সঞ্জয় বাঙ্গারের পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত হওয়াটা যে একটা বড়সড় পদক্ষেোপ তা বলার অপেক্ষা রাখে না। পঞ্জাব কিংসের সঙ্গে এর আগেও আইপিএলের মঞ্চে কাজ করেছেন সঞ্জয় বাঙ্গার।  সেই সময় সাফল্যও পেয়েছিলেন তিনি। এবার নতুন পদে বসেছেন ই প্রাক্তন তারকা ক্রিকেটার। সেখানেও সঞ্জয় বাঙ্গার পঞ্জাব কিংসের সঙ্গে সাফল্য় পান কিনা সেটা তো সময়ই বলবে। তাব এই দায়িত্ব তাঁর কাধে দেওয়ায় খুশি এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

২০১৫-২০১৬ সালে পঞ্জাব কিংসের প্রধান কোচ ছিলেন সঞ্জয় বাঙ্গার

২০১৪ সালে প্রথমবার পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত হয়েছিলেন সঞ্জয় বাঙ্গার। সেইসময় পঞ্জাব কিংসের সহকারী কোচ ছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। সেবারই ফাইনালের মঞ্চে পৌঁছল পঞ্জাব কিংস। এরপরও পঞ্জাব কিসের সঙ্গে দুবছর য়ুক্ত ছিলেন সঞ্জয় বাঙ্গার। ২০১৫ ও ২০১৬ সালে পঞ্জাব কিংস শিবিরের  প্রধান কোচের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। যদিও সেভাবে পঞ্জাবকে সাফল্য দিতে পারেননি। বরং একের পর এক ম্যাচ হেরে প়্জাব দুই মরসুমেই একেবারে শেষ স্থানে শেষ করেছিল। সাত বছর পর আবারও সেই সঞ্জয় বাঙ্গারের ওপরই ভরসা রাখছে পঞ্জাব কিংস।

সঞ্জয় বাঙ্গার এই নতুন দায়িত্ব পেয়ে জানিয়েছেন, “আবারও একবার পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আপ্লুত। আমাদের দলের বেশীরভাগ ক্রিকেটারই রয়েছে। ককারণ এবার পঞ্জাবই সবচেয়ে কম ক্রিকেটার ছেড়েছে। দলকে সাফল্য দেওয়াটাই এখন আমাদের কাছে সবচয়ে বড় চ্যালেঞ্জ”।

শেষ দুই মরসিমেও পঞ্জাব কিংস খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। এবারের আইপিএলে পঞ্জাব কিংসের অধিনায়ক হয়েছিলেন  শিখর ধওয়ান। যদিও সাফল্য অধরাই রয়ে গিয়েছে তাদের। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador